- Home
- Sports
- Cricket
- আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
ইশান কিশান-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ওপেন করেন ইশান কিশান। ২৬ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। তবে বড় ইনিংস খেলতে পারেননি। তবে তিনি যে ছন্দে রয়েছেন সেই প্রমাণ দিয়েছেন। দ্বিতীয় টি২০ ম্য়াচে বড় রান করতে মরিয়া ইশান কিশান।
দীপক হুডা-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে চোটের কারণে দলে থাকলেও ওপেন করতে নামেননি রুতুরাজ গায়কোয়াড়। সেই জায়গা ওপেন করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন দীপক হুডা। ৪৭ রানের বিধ্বংসী ব্য়াটিং করেন তিনি। দ্বিতীয় ম্যাচেও তার ওপেনে নামার সম্ভাবনা প্রবল।
সূর্যকুমার যাদব-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলে চোট সারিয়ে ফিরলেও খাতা না খুলেই সাজঘরে ফিরে যেতে হয়েছে সূর্যকুমার যাদবকে। তবে দ্বিতীয় ম্য়াচেও ৩ নম্বরে তার জায়গা পাকা। রানে ফিরতেও মরিয়া তারকা ডানহাতি ব্য়াটসম্যান।
রাহুল ত্রিপাঠী-
আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে ভারতীয় দলে অভিষেক হতে পারে রাহুল ত্রিপাঠীর। আইপিএলে দুরন্ত ছন্দে ব্য়াট করেছেন তিনি। সেই সুবাদেই ভারতীয় দলে জায়গা পেয়েছেন। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন রাহুল ত্রিপাঠী।
হার্দিক পান্ডিয়া-
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেকটা জয় দিয়ে স্মরণীয় করে রেখেছেন হার্দিক পান্ডিয়া। ব্য়াটে-বলেও দলের হয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। ২৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন একটি উইকেট। দ্বিতীয় ম্যাচেও অলরাউন্ড পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী হার্দিক।
দীনেশ কার্তিক-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছে এই দলের সবথেকে সিনিয়র ক্রিকেটার দীনেশ কার্তিক। একটি ক্যাচ ধরেন ও অপরাজিত ৫ রান করে ম্যাচ ফিনিশ করেন। সুযোগ পেলে বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন দীনেশ কার্তিক।
অর্শদীপ সিং-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক হতে পার আরও এক মিডিয়াম পেসার অর্শদীপ সিংয়ের। আইপিএলে দুরন্ত বোলিং করে সকলকে মুগ্ধ করেছিলেন বাঁ হাতি পেসার। বিশেষ করে ডেথ ওভারে একের পর এক ইয়র্কার দিতে সক্ষম তিনি। সুযোগ আসলে সেরাটা দিতে প্রস্তুত অর্শদীপ।
ভুবনেশ্বর কুমার-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচেও সেই ফর্ম ধরে রেখেছেন ভুবি। ৩ ওভারে একটি মেডেন সহ ১৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচেও ভারতীয় পেস অ্যাটাককে নেতৃত্ব দেবেন ভুবি।
হার্শল প্যাটেল-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিররিজে রান খরচ করলেও সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন হার্শল প্যাটেল। ডেথ ওভারে তারর বোলিং মিশ্রণ বড় শক্তি ভারতীয় দলের কাছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ পাননি। তবে দ্বিতীয় ম্য়াচে সুযোগ পেতে পারেনি। ফের একবার নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন হার্শল প্যাটেল।
উমরান মালিক-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে অভিষেক হলেও খুব একটা নজর কাড়তে পারেননি 'কাশ্মীর এক্সপ্রেস' উমরান মালিক। এক ওভার বল করে খরচ করেন ১৪ রান। তবে তার উপর ভরসা রেখে দ্বিতীয় ম্য়াচেও উমরানকে ফের সুযোগ দেওয়া হতে পারে।
যুজবেন্দ্র চাহল-
দ্বিতীয় টি২০ ম্য়াচে ভারতীয় দলে একমাত্র স্পিনার হিসেবে খেলতে পারেন যুজবেন্দ্র চাহল। প্রথম ম্যাচে ৩ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন চাহল। দ্বিতীয় ম্য়াচেও নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তারকা লেগ স্পিনার।