ভারত পৌছাতে নাজেহাল অবস্থা ফাফ ডুল্পেসির, ক্ষোভ উগরে দিলেন টুইটে

  • বিমান বিভ্রাটে জেরবার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক
  • বিমান দেরিতে ছাড়ার পাশাপাশি ক্রিকেট ব্যাগ নিয়ে সমস্যা
  • টুইটে নিজের ক্ষোভ উগরে দিলেন ফাফ ডুল্পেসি
  • ২ অক্টোবর থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট শুরু প্রোটিয়াদের

Prantik Deb | Published : Sep 21, 2019 8:36 AM IST

বিমান বিভ্রাটে নাজেহাল অবস্থা দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসির। ভারত পর্যন্ত পৌছানোটা যে ফাফের কাছে এতটা সমস্যার হয়ে দাঁড়াবে সেটা ভাবতে পারেনিন দক্ষইণ আফ্রিকার অধিনায়ক। ব্রিটিশ এয়ের ওয়েজের বিমানে দুবাই হয়ে ভারতে আসার কথা ছিল তাঁর। কিন্তু ৪ ঘন্টা দেরিতে ছাড়ে সেই বিমান। ফ্লাইটে ওঠার আগেই ফাফ বুঝে যান দুবাই থেকে ভারতে আসার বিমান তিনি মিস করতে চলেছেন। তখনই প্রথম টুইট প্রোটিয়া অধিনায়কের। লেখেন, ‘অবশেষে দুবাইয়ের বিমান উঠতে পারলাম, চার ঘন্টা দেড়িতে। এবার দুবাই থেকে ভারতে যাওয়ার বিমান মিস করব, পরের বিমান ১০ ঘন্টা পর পাওয়া যাবে। ’

আরও পড়ুন - দ্রাবিড়ের হাত বদল, অপেশাদার আইসিসির ওপর ক্ষুব্ধ ক্রিকেট মহল

তবে এই চার ঘন্টা দেড়িতে বিমান ছাড়াটেই বিরম্বনার শেষ নয়। কিছুটা বাকি ছিল দুবাই পৌছানোর পরও। কারণ দুবাই পৌছে ফাফ জানতে পারেন, তিনি পৌছে গেছেন, কিন্তু তাঁর ক্রিকেট ব্যাগ এসে পৌছায়নি। এরপরই ফাফের দ্বিতীয় টুইট। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লেখেন, ‘ বিমান যাত্রার ক্ষেত্রে আমার জীবনের সব থেকে খারাপ অভিজ্ঞতা। সব কিছুই ভুলে ভরা। এবার আশা করি আমার ব্যাট গুলো ফিরে পাব।’

আরও পড়ুন - শ্রীলঙ্কার ১০ ক্রিকেটারের পাক সফর বয়কট, আইপিএলকে দুষছেন আফ্রিদি

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আসছেন ফাফ। টি২০ সিরিজে তিনি খেলেননি। তাই টি২০তে প্রোটিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি’কক। ২ অক্টোবর থেকে বিখাশাপত্তনমে শুরু হবে ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। 

আরও পড়ুন - টি২০ দল থেকে বাদ যাওয়াকে পাত্তা দিচ্ছেন না কুলদীপ, ফোকাস টেস্ট ক্রিকেটে

Share this article
click me!