Fans troll Virat Kohli: 'জাতীয় সঙ্গীতকে অপমান', ফ্যানদের রোষের মুখে বিরাট কোহলি

দেশের জাতীয় সঙ্গীতের (Indian National Anthem) সময়, চুইং গাম চিবোলেন বিরাট কোহলি (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার (South Africa) ম্যাচের ক্লিপ ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। 

Web Desk - ANB | Published : Jan 23, 2022 4:52 PM IST / Updated: Jan 23 2022, 10:43 PM IST

এবার ভারতীয় ক্রিকেট ভক্তদের অসন্তোষের শিকার হলেন ভারতীয় ক্রিকেট দলের (Team India) সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার, দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ শুরু হওয়ার আগে, দেশের জাতীয় সঙ্গীত (Indian National Anthem) বাজার সময়, তাঁকে চুইং গাম চিবোতে দেখা যায়। এর জন্যই তাঁর তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা। 

তৃতীয় ওয়ানডে শুরুর আগে, জাতীয় সঙ্গীত গাইতে মাঠে নেমেছিল দুই দলই। বিরাট এখন আর অধিনায়ক নন। তাই ভারতীয় ক্রিকেটারদের সারির শুরুতেই ছিলেন না তিনি, ছিলেন মাঝামাঝি জায়গায়। তবে, অধিনায়ক না হলেও, তিনিই এখনও ভারতের সবথেকে বড় তারকা। তাই স্বাভাবিকভাবেই, ভারতের জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পর টিভির ক্যামেরা বেশ কিছুক্ষণ শুধুমাত্র তাঁর দিকেই নিবদ্ধ ছিল।

নেটিজেনদের দাবি, বিরাটকে দেখে মনে হয়েছে জাতীয় সঙ্গীতে তাঁর মনই ছিল না। আর, জাতীয় সঙ্গীত চলাকালীন অবজ্ঞা ভরে চুইং গাম চিবিয়ে তিনি জাতীয় সঙ্গীতকে 'অসম্মান' করেছেন। বিরাট চুইং গাম চিবোলেও বাকি ভারতীয় ক্রিকেটারদের কিন্তু, জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায়।

ম্যাচে এদিন, দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক (Quinton de Kock) তাঁর ষষ্ঠ ওডিআই শতরান করেন। তবে, নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Newlands Cricket Ground) ভারতীয় বোলাররা দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায়। ফলে কিউইরা ৪৯.৫ ওভারে ২৮৭ রান করেই অলআউট হয়ে যায়। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। শুরুটা দুর্দান্ত হয়েছিল। ম্যাচের তৃতীয় ওভারেই ফর্মে থাকা কিউই ওপেনার জান্নেমান মালানের (Janneman Malan) উইকেট তুলে নিয়ে ধাক্কা দিয়েছিলেন দীপক চাহার (Deepak Chahar)। তবে, কুইন্টন ডি কক আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন। রেসি ভ্য়ান ডার ডুসেন ৫২ এবং ডেভিড মিলার ৩৯ রান করেন। 

জাতীয় সঙ্গীত চলাকালীন চুইং গাম চিবোলেও, এদিন ৬৫ রান করেন বিরাট। তিনিই ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। ভাল খেলেন শিখর ধাওয়ানও। তিনি করেন ৬১ রান। তৃতীয় উইকেটে তাঁরা দুজনে ৯৮ রান যোগ করেছিলেন। শ্রেয়স আইয়ার ২৬ এবং সূর্যকুমার যাদব ৩৯ রান করেন। দুজনেই ভাল শুরু করলেও, ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি। সাত নম্বরে নামা দীপক চাহার ৩৪ বলে ৫৪ রানের চমৎকার ইনিংস খেলেন। কিন্তু, শেষ পর্যন্ত ভারত ৪ রানে পরাজিত হয়। কাজেই টেস্ট সিরিজের পর, একদিনের সিরিজের তিনটি ম্যাচেই হারল ভারত।  

 

 

Read more Articles on
Share this article
click me!