কোন পথে এখনও আইপিএল হওয়া সম্ভব তা জানালেন অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণ

  • করোনা বাইরাসের প্রকোপের কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রয়েছে আইপিএল
  • টি-২০ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার কারণে আইপিএল নিয়ে তৈরি হয়েছে ক্ষীণ সম্ভাবনা
  • আইপিএল হওয়া নিয়ে আলাবাদী দুই প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণ
  • প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল করার পক্ষেও সওয়াল করেছেন দুই প্রাক্তন তারকা
     

Sudip Paul | Published : May 28, 2020 1:12 PM IST

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এবছরেরে আইপিএল। কিন্তু বর্তমানে তা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই। যেভাবে করোনা ভাইরাসের প্রকোপ ভারতে বাড়ছে তাতে এবছর আইপিএল হবে তা একপ্রকার নিশ্চিত ধরেই নিয়ছিলেন সকলে। খোদ বিসিসআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন,দেশের করোনা পরিস্থিতির যা হাল, তাতে অদূর ভবিষ্যতে তিনি ক্রিকেট হওয়ার সম্ভাবনা দেখছেন না। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতেই আইপিএল নিয়ে ক্ষীণ আশার আলো দেখছে প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। টি-২০ বিশ্বকাপ না হলে সেই সময় আইপিএল করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনও সরকারি ভাবে কোনও আলোচনা হয়নি। 

আরও পড়ুনঃকেন ঘুসি মেরে স্টিভ ওয়ার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন তিনি,জানালেন ক্যারেবিয়ান পেসার

আরও পড়ুনঃআমফান মোকাবিলায় আর্থিক সাহায্য কেকেআরের, শহরজুড়ে বৃক্ষরোপণ করবে কিং খানের দল

এই পরিস্থিতিতে এখনও আইপিএল হওয়ার আশা দেখছেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণ। প্রয়োজনে ফাঁকা গ্যালারিতে আইপিএল করার পক্ষপাতি দুই প্রাক্তন ক্রিকেট তারকা। একটি  চ্যানেলের সাক্ষাৎকারে প্রাক্তন জাতীয় অধিনায়ক ও আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের কোচ কুম্বলে বলেছেন, “হ্যাঁ, আমরা আশাবাদী যে আইপিএল হব‌ে এই বছরে। তবে তার জন্য সূচির ভিতরে আইপিএলের জায়গা করতে হবে। আমরা যদি স্টেডিয়াম ফাঁকা রেখে খেলতে পারি তিন বা চার ভেন্যুতে, তবে আইপিএলের সম্ভাবনা রয়েছে। আমরা সবাই আশা নিয়ে তাকিয়ে রয়েছি ভবিষ্যতের দিকে।”জাতীয় দলের প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বলছেন, “হ্যাঁ, এই বছর আইপিএল হতেই পারে। একটা ভেন্যু বেছে নিতে হবে। যাতে তিন-চারটে মাঠ রয়েছে। যদি তেমন ভেন্যু পাওয়া যায়, তা হলে সুবিধা। কারণ যাতায়াত একটা বড় সমস্যা। বিমানবন্দরে কী হবে তা কেউ জানে না। আমি নিশ্চিত যে বিসিসিআই ও আইপিএলের সঙ্গে জড়িতরা এটা নিয়ে ভাববেন।” শুধু  অনিল কুম্বলে বা ভিভিএস লক্ষ্ণণ নয় আরও বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার আইপিএল হওয়ার আসা দেখছেন। অস্ট্রেলিয়ার বর্তমান পেস অ্যাটাকের প্রধান অস্ত্র প্যাট কামিন্স তো বলেই রেকেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে, আইপিএল করা হোক সেই সময়। আইপিএলের ভবিষ্যৎ জানতে আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে সকলকে। 

আরও পড়ুনঃফাঁকা মাঠে ফুটবল খেলাটা অদ্ভুত, মনে হচ্ছে সব শূন্য থেকে শুরু হচ্ছে, মন্তব্য মেসির
 

Share this article
click me!