
চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে রয়েছে টি২০ বিশ্বকাপ। যেখানে প্রতিবছর অনেক রেকর্ডের ভাঙা গড়া হয়। আর ট২০ ক্রিকেট মানেই নিত্য নতুন রেকর্ড। আর টি২০ বিশ্বকাপেরর আগেই ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের ক্রিকেটের সংক্ষিপ্ত ইতিহাসে তৈরি হল এক নয়া রেকর্ড। করলেন ফ্রান্সের এক ক্রিকেটার। কী অবাক হলেন ফ্রান্স মানেই সকলের ধারনা প্রধানত ফুটবল খেলায় যাদের দাপট বেশি। গতবারের বিশ্ব চ্য়াম্পিয়নও। কিন্তু জিনেদিন জিদান-কিলিয়ান এমবাপেদের দেশে যে ক্রিকেট খেলে সেই কথাই অনেকের অজানা। আর সেই ফ্রান্সের এক তরুণ ক্রিকেটাক আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে গড়ে ফেললেন নয়া রেকর্ড। টি২০ ক্রিতেটে সবথেকে কম বয়সে শতরান করলেন ফ্রান্সের ক্রিকেটার গুস্তভ ম্যাকঁ।
১৯ বছর বয়সও হয়নি হয়নি এখন ফরাসী ক্রিকেটারের। ত্র ১৮ বছর ২৮০ দিনে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে শতরাম করেছেন গুস্তভ ম্যাকঁ। তাও আবার টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। গত সোমবার আইসিসি টি-২০ বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ার্সের ম্যাচে ফিনল্যান্ডের ভ্যানটায় সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ফ্রান্সের। সেখানেই সুইসদের বোলারদের নিয়ে কার্যত ছেলে খেলা করে বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৬১ বলে ১০৯ রান করেন এই ওপেনার। তাঁর ইনিংসে পাঁচটি চার, ৯ টি ছয় রয়েছে। মাঠের চারিদেকে যেভাবে বল পাঠিয়েছেন তিনি তার প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। রেকর্ড বুকে নাম তুলতে পেরে খুশি ফরাসী ক্রিকেটার আগামি দিনেও নিজের এমন বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যেতে চান তিনি। তবে গুস্তভ ম্যাকঁ-র এমন রেকর্ড ইনিংসের দিনে ম্যাচ কিন্তু জিততে পারেনি ফান্স।
প্রসঙ্গত, ফ্রান্সের গুস্তভ ম্যাকঁর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের ক্রিকেটার হাজারাতুল্লাহ জাজাইয়ের। ২০ বছর ও ৩৩৭ দিন বয়সে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। ২০১৯ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি। তিন বছরের মধ্যেই সেই রেকর্ড ভেঙেদিলেন ফরাসী ক্রিকেটার। আশ্চর্যের বিষয় হল এটি তার কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ছিল। নিজের অভিষেক ম্যাচেও অনবদ্য ইনিংস খেলেছিলেন গুস্তভ ম্যাকঁ। ৫৪ বলে ৭৬ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে রেকর্ড বুকে নাম তোলার পর শুভেচ্ছা জানানো হয়েছে আইসিসির তরফেও।
টি২০ ক্রিকেটে সবথেকে কম বয়সে শতরানকারী ক্রিকেটারদের তালিকা-
গুস্তভ ম্যাকিওন ১৮ বছর ২৮০ দিন- ফ্রান্স বনাম সুইজারল্যান্ড, ভ্যানটা, ২০২২
হাজারাতুল্লাহ জাজাই ২০ বছর ও ৩৩৭ দিন- আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, দেহরাদুন, ২০১৯
সুকুমার পেরিয়ালওয়ার ২১ বছর ও ১৬১ দিন- রোমানিয়া বনাম তুরস্ক, ইলফভ কাউন্টি, ২০১৯
অর্কি়ড তুইসেঙ্গে, ২১ বছর ও ১৯০ দিন- রাওয়ান্ডা বনাম সেচেলেস, কিগালি ২০২১
দীপেন্দ্র সিং আইর, ২২ বছর ৬৮ দিন- নেপাল বনাম মালয়েশিয়া, কাঠমাণ্ডু, ২০২২
আরও পড়ুনঃবিশ্বের সেরা ১০ সুন্দরী ফুটবলার, যাদের রূপ ও হটনেসে ঘায়েল হবেন আপনিও
আরও পড়ুনঃপ্রেম-বিয়ে থেকে সেক্স লাইফ, নিজের 'পার্সোনাল লাইফ' নিয়ে কী বলেছিলেন নীরজ চোপড়া