সংক্ষিপ্ত

ফের দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলেছে টি২০ ক্রিকেট লিগ (South Africa T20 League)। সেখানে ৬টি দল কেনার বিষয়ে এগিয়ে রয়েছে আইপিএল দলের (IPL Teams)মালিকরা। আগামি বছর থেকে শুরু প্রতিযোগিতা।

আইপিএল দেখে বিশ্বের নামকরা ক্রিকেট খেলাীয় দেশগুলি সকলেই নিজেদের টি২০ লিগ শুর করেছে। সেই পথে হেঁটেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও। এর আগে দুবার টি২০ লিগ চালু করেও সাফল্যের মুখ দেখতে পারেনি প্রোটিয়ারা। মুখ থুবড়ে পড়েছে সেই লিগ। যার ফলে বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার ফের ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগ চালু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা। তবে এবার পুরো গুছিয়ে নামছে তারা। আর প্রতিযোগিতাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে হলে যে ভারত ছাড়া গতি নেই সেটাই বুঝতে পেরেছে প্রোটিয়া ক্রিকেট কর্তারা।  আসলে ক্রিকেট সাউথ আফ্রিকার নতুন টি-২০ লিগের ৬টি দলের মালিকানাই চলে আসছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের দখলে। ফলে অনেকেই এখন থেকে বলতে শুরু করেছেন প্রোটিয়াভূমে শুরু হতে চলেছে আইপিএলের ছোট সংস্করণ।

বিগত দুবারের লোকসান থেকে শিক্ষা নিয়ে উদ্যোক্তারা সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল চালানোর অভিজ্ঞতা রয়েছে এমন লগ্নীকারীদেরই দলের মালিকানা দেওয়া হবে। তবে লিগেৎ খবর পেয়ে অনেক বিনিয়োগকারীরাই বিড করেছিল। তবে এখনও পর্যন্ত যতদূর খবর আইপিএলের ছটি দল এগিয়ে রয়েছে দল পাওয়ার তালিকায়। তাদের বিডিংয়ের ধারে কাছে আসতে পারেননি অন্যান্যরা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের এখন চুক্তি হয়নি। আগামী বৃহস্পতিবারের মধ্যে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেতে পারে। তার পরেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফ থেকে সরকারি ভাবে ঘোষণা করে হবে। যে ছটি আইপিএল দল বিডে এগিয়ে রয়েছে বা দল পাওয়া প্রায় পাকা তারাহ হল, মুম্বই ইন্ডিয়ান্সের আম্বানি, সিএসকের শ্রীনিবাসন, দিল্লির জিন্দাল, সানরাইজার্সের মারান, লখনউ সুপার জায়ান্টসের গোয়েঙ্কা ও রাজস্থান রয়্যালসের বাদালের হাতে উঠতে চলেছে প্রোটিয়া লিগের দলগুলির মালিকানা। সেই কারণে একে মজার ছলে মিনি আইপিএল বলা হচ্ছে।

আরও পড়ুনঃকেন একদিনের ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিলেন বেন স্টোকস, জানুন আসল রহস্য

আরও পড়ুনঃযত দোষ বিরাট কোহলির, টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটাররাও দীর্ঘদিন দেখেনি সেঞ্চুরির মুখ

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকার টি২০ ক্রিকেট লিগে কোন শহরের দল কিনতে আগ্রহী তাও জানা গিয়েছে। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,কেপটাউন ফ্র্যাঞ্চাইজি কিনতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আম্বানি । চেন্নাই সুপার কিংসের মালিক শ্রীনিবাসন আগ্রহী জোহানেসবার্গের দল কেনার বিষয়ে। দিল্লি ক্যাপিটালস মালিক জিন্দালরা চায় প্রিটোরিয়া দলের মালিকানা নিতে। পার্লের মালিকানা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালসের মালিক বাদালরা। সানরাইজার্স হায়দরাবাদের মালিক মারানরা নিচ্ছে পোর্ট এলিজাবেথের মালিকানা। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ডারবানের ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে হতে পারে এই প্রতিযোগিতা।