ধোনির জন্মদিনে শুভেচ্ছা জানালেন কোহলি, রোহিত থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটাররা

  • আজ মহেন্দ্র সিং ধোনির ৩৯ তম জন্মদিন
  • সকাল থেকে শুভেচ্ছাপ জোয়ারে ভাসছেন মাহি
  • স্ত্রী সাক্ষীর মিষ্টি শুভেচ্ছা বার্তা হিট সোশ্যাল মিডিয়ায়
  • শুভেচ্ছা জানালেন বর্তমান থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা
     

Sudip Paul | Published : Jul 7, 2020 12:23 PM IST / Updated: Jul 07 2020, 05:54 PM IST

অপেক্ষা ছিল শুধু রাত ১২টা বাজার। ঘরের কাটা বারোর ঘর ছুতেই দেশ জুড়ে শুরু হয়ে যা ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন উদযাপন। সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসলেন সকলের প্রিয় মাহি। শুধু ধোনি ভক্তরাই নয়, প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানালে কোহলি, রোহিত, রবি শাস্ত্রী থেকে শুরু করে বীরেন্দ্র সেওয়াগ, ভিভিএস লক্ষ্মণরা। 

আরও পড়ুনঃআজ ৩৯ তম জন্মদিন ধোনির, বিশেষ শুভেচ্ছা বার্তা বিসিসিআই ও চেন্নাই সুপার কিংসের

আরও পড়ুনঃক্রিকেট,প্রিয় বান্ধবী থেকে খাদ্য, জন্মদিনে ধোনির অজানা কিছু তথ্য


বিরাট কোহলি টুইটারে লেখেন, ‘হ্যাপি বার্থডে মাহি ভাই। তোমার সুস্বাস্থ্য ও সর্বদা তোমার খুশি কামনা করি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

 

 

জন্মদিনে ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক হিটম্যান রোহিত শর্মাও।

 

 

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী টুইট করে লেখেন, ‘হ্যাপি বার্থডে ইয়ংস্টার। একজন বিধ্বংসী কিংবদন্তি।’

 

 

ধোনিক শুভেচ্ছা জানিয়েছেন  গব্বরও। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধওয়ান লেখেন, 'কিংবদন্তীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থ ডে মাহি ভাই।'

 

 

বীরেন্দ্র সেওয়াগ লেখেন, ‘‘এক প্রজন্মে একজন প্লেয়ারই দেশে আসে, যার সঙ্গে মেশা যায়, পরিবারের অংশ মনে হয়, খুব আপন লাগে। শুভ জন্মদিন সেই মানুষটিকে যে অনেকের কাছেই একটা গোটা বিশ্ব।''

 

 

ভিভিএস লক্ষ্মণ লেখেন, ‘‘এই দিন বার বার ফিরে আসুক সেই মানুষটির জন্য যার ধৈর্য্য ও স্থিতিশীলতা আজও সকলের জন্য প্রেরণার কাজ করে। শুভ জন্মদিন ধোনি।''

 

 

ধোনির চেন্নাই সুপার কিংস সতীর্থ সুরেশ রায়না একটি ভিডিও পোস্টে লিখেছেন, ‘‘আমার প্রিয় মানুষের মধ্যে একজন, ভাই এবং লিডার যাকে সব সময় চাইব।''

 

 

হার্দিক পান্ডিয়া একটি বিজ্ঞাপনে ধোনি ও তাঁর চরিত্রকে সামনে এনে মাহিকে শুভেচ্ছা জানান। পান্ডিয়া লেখেন, ‘আমার বিট্টুকে তোমার চিট্টুর তরফে জন্মদিনের শুভেচ্ছা। আমার এমন একজন বন্ধু, যে খারাপ সময়ে পাশে দাঁড়িয়ে আমাকে তুলনায় ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করেছে।’

 

 

অশ্বিন লেখেন, ‘নিজের পল্টনের অনুপ্রেরণা ও শত্রু শিবিরের সংহারক। এমএস ধোনিকে বর্ণনা করার জন্য এর থেকে ভালো শব্দবন্ধ খুঁজে পেলাম না। হ্যাপি বার্থডে মাহি ভাই। দারুণ কাটুক দিনটা এবং এভাবেই আমাদের অনুপ্রাণিত করে যাও।’

 

 


এমএস ধোনিকে লেখা কেদার যাদবের চিঠি সব তেকে বেশি হিট করেছে সবার শুভেচ্ছার মধ্যে। পোস্টের সঙ্গে সঙ্গে হাজার রি-টুই এবং চার হাজারের উপর লাইক পেয়েছে। তিনি লেখেন, ‘‘তোমার জন্মদিনকে স্পেশ্যাল করে তোলার একটা ছোট্ট প্রয়াস। আমার প্রিয় বন্ধু, সতীর্থ এবং অধিনায়ক, শুভ জন্মদিন মাহিভাই।''

 

 

বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন, তাঁর মতো অসাধারণ মানুষ হয়ে ওঠার জন্য। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ বলেন, ধোনির ধৈর্য্য, স্থিতিশীলতা আজও সবার কাছে প্রেরণা। কুলদীপ যাদব লেখেন, ‘‘শুভ জন্মদিন মাহিভাই। আমি আশা করব তোমার দিন খুব ভালো কাটববে। এত অসাধারণ মানুষ হয়ে ওঠার জন্য ধন্যবাদ।''

 

 

Share this article
click me!