বিরাটের পর হার্দিক-জাদেজা, ক্যানেবেরায় ভারতীয়দের একাধিক রেকর্ড

  • অস্ট্রেলিয়া বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে একাধিক রেকর্ড
  • দ্রুততম ক্রিকেটার হিসেনে  ওডিআইতে ১২ হাজার রান করেন বিরাট
  • তারপর অনবদ্য ব্যাটিং করেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া
  • ষষ্ঠ উইকেটের পার্টনারশিপে নয়া নজির জাড্ডু-হার্দিক জুটির
     

ক্যানেবেরায় তৃতীয় একদিনের প্রথমে বিরাট কোহলি ও তারপর এক নয় দুটি রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা জুটি। এদিন প্রথমে একদিনের ক্রিকেট সবথেকে দ্রুত ১২ হাজার রান করেন বিরাট কোহলি। ভাঙেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। একইসঙ্গে ম্য়াচে ৬৩ রানের ইনিংস খেলে ভারতীয় ইনিংসের ভিত রচনা করেন দলের অধিনায়ক। তারপর ১৫০ রানের পার্টনারশিপ গড়ে নয়া নজির সৃষ্টি করেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা জুটি।

Latest Videos

এদিন ভারতের টপ অর্ডারে বিরাট কোহলি ছাড়া অন্য কোনও ব্যাটসম্যানই তেমন বড় রান পাননি। বিরাট কোহলি যখন আউট হন ভারতের স্কোর ১৫২ রানে ৫ উইকেট। সেই সময় ধুকতে থাকা ভারতীয় ইনিংসের হাল ধরেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। শেষে ৫০ ওভারে ৩০২ রান পর্যন্ত টিম ইন্ডিয়ার স্কোরকে পৌছে দেয় এই জুটি। ৭৬ বলে ৯২ রানের ইনিংস খেলে নটআউট থাকেন পান্ডিয়া ও ৫০ বলে ৬৬ রানের ইনিংস খেলে নটআউট থাকেন রবীন্দ্র জাদেজা।

হার্দিক ও জাড্ডু জুটি ষষ্ঠ উইকেটে ১৫০ রানের পার্টনারশিপ করেন। আর এই পার্টিনারশিপ ও তাদের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে জোড়া রেকর্ড গড়লেন এই দুই তারকা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে কোনও ভারতীয় জুটির এটাই এখনও পর্যন্ত রেকর্ড পার্টনারশিপ। আগের রেকর্ড ছিল রমেশ ও রবিন সিংয়ের ১২৩ রানের। ১৯৯৯ সালে কলম্বোয় এই রেকর্ড গড়েছিলেন দু'জনে। ক্যানবেরায় নতুন নজির গড়েন জাদেজ-পান্ডিয়া। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ষষ্ঠ বা তারও বেশি উইকেটের জুটিতে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের পার্টনারশিপ। জোড়া রেকর্ডের অধিকারী ও দলকে সম্মানজনক স্কোরে পৌছে দিতে পেরে খুশি হার্দিক-জাড্ডু জুটি।

Share this article
click me!

Latest Videos

স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today