মরু শহরে গিয়ে স্ত্রী ও সন্তানকে মিস করছেন হার্দিক, শেয়ার করা ছবি মন ছুঁলো নেট দুনিয়ার

Published : Aug 25, 2020, 08:27 PM ISTUpdated : Aug 25, 2020, 09:32 PM IST
মরু শহরে গিয়ে স্ত্রী ও সন্তানকে মিস করছেন হার্দিক, শেয়ার করা ছবি মন ছুঁলো নেট দুনিয়ার

সংক্ষিপ্ত

আইপিএল খেলতে আরব উড়ে গিয়েছেন হার্দিক মরু দেশে গিয়ে রয়েছেন কঠিন স্বাস্থ্যবিধির মধ্যে তবে দেশে রেখে যাওয়া স্ত্রী ও সন্তানকে মিস করছেন  ছবি শেয়ারের মাধ্যমে সেই বাবনই বোজালেন হার্দিক  

ছেলের বয়স মাত্র একমাস। পরিবারে নবাগত অতিথিকে নিয়েই এই কদিন কেটে গিয়েছে হার্দিক-নতাশার। কিন্তু পেশা ও দায়িত্বের খাতিরে তাদেরকে ছেড়েই আইপিএল খেলতে মরু দেশে পাড়ি দিতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডারয়াকে। কিন্তু ঘরে  এমন ছোট্ট ফুটেফুটে সন্তান থাকলে বাইরে গিয়ে কী আর কোনও বাবার মন টেকে? সন্তানকে কোলে নেওয়ার জন্য, আদর করার জন্য, তার ছোট্ট হাতের পরশ পাওয়ার জন্য মনটা সবসময় ছটফট করে। হার্দিকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। 

আরও পড়ুনঃআইপিএলের ৫০ জন ক্রিকেটারের হবে ডোপ টেস্ট, তালিকায় কোহলি-রোহিত-ধোনিরা

দুবাই গিয়ে বর্তমানে কঠিন নিয়মের মধ্যে রয়েছেন হার্দিক। কিন্তু স্ত্রী ও সন্তানকে সবসময় মিস করছেন। তাই অগত্যা উপায় ভিডিও কল। ঘনঘন ভিডিও কল করেই স্ত্রী নতাশা ও সন্তান অগস্ত্যকে দেখছেন তারকা ক্রিকেটার। সেই ভিডিও কলের একটি স্ক্রিনশট সম্প্রতি হার্দিক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, অগস্ত্যকে সঙ্গে নিয়ে হার্দিকের সঙ্গে কথা বলছেন নাতাসা। সদ্যজাতের মাথায় রয়েছে একটি মিষ্টি টুপিও। এই প্রথম ছেলে অগস্ত্যর ফ্রন্ট ফেসের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন পান্ডিয়া। যা শেয়ার করার পর ভাইরাল হততে বেশি সময় নেয়নি।

 

 

আরও পড়ুনঃমরু শহরে তিনটি ভেন্যুতে হবে আইপিএলের ম্যাচ, জেনে নিন স্টেডিয়ামগুলির খুটিনাটি

আরও পড়ুনঃপ্রতিযোগিতা শুরুর আগেই চলে গেল স্পনসর, জোক ধাক্কা সৌরভের আইপিএলে

হার্দিক পান্ডিয়া বরাবরই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। সদ্য বাবা হয়ে সেই সুখবর সকলকে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। পরিবারের নতুন অতিথি, স্ত্রীকে জীবনের সেরা উপহার দেওয়ার জন্য স্পেশাল ভালোবাসায় ভরা উপহার দেওয়া, এমনকী হাসপাতালে পার্টিও দিয়েছেন সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেট তারকা। এবারও দুবাই থেকে ভিডিও কলে ছেলে ও স্ত্রীর সঙ্গে কথা বলার মুহূর্ত ও ছেলের প্রথম সামনে থেকে ছবি শেয়ার মনে ধরেছে হার্দিক ভক্ত থেকে নেটিজেনদের। 

PREV
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা