শামির সঙ্গে টপলেস অবস্থায় হাসিন জাহান,হঠাৎ কেনও এই ছবি শেয়ার

  • শামির সঙ্গে টপলেস ছবি শেয়ার করলেন হাসিন জাহান
  • হঠাৎ হাসিনের এই ছবি শেয়ারে তৈরি হয়েছে চাঞ্চল্য
  • ফের একবার সংবাদ শিরোনামে মডেল হাসিন জাহান
  • যদিও মহম্মদ শামির এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি
     

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মহম্মদ শামির পারিবারিক বিবাদ নতু  বিষয় নয়। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের অবনতি, ঝামেলা যা নিয়ে একসময় তোলপার হয়েছে ভারতীয় ক্রিকেট মহল, সংবাদ মাধ্যম থেকে গোটা দেশ। ঝামেলা গড়িয়েছিল আাদালত পর্যন্ত।  শামির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক থাকা থেকে শুরু করে বিস্ফোরক সব অভিযোগ আনেন হাসিন। মারাত্মক সব অভিযোগ আনেন শামির পরিবারের বিরুদ্ধেও। পাল্টা শামি ও তার পরিবারের পক্ষ থেকে একাধিক অভিযোগ আনা হয় হাসিনের বিরুদ্ধে। বিবাদ এখনও মেটেনি। কিন্তু আগের  থেকে অনেকটাই ঝিমিয়ে পড়েছে । কিন্তু লকডাউনে পুরনো থিতিয়ে যাওয়া আগুনে আবার ঘৃতাহুতি করলেন হাসিন জাহান। সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের একটি ছবি পোস্ট। সেটি ঘিরেই শুরু হয়ে যায় জল্পনা। শামির সঙ্গে টপলেস অবস্থায় অন্তরঙ্গ ছবি পোস্ট করে পুরনো বিতর্ক খুঁচিয়ে তুলেলেন হাসিন জাহান।

আরও পড়ুনঃটিকটক করার জন্য পিছনে পড়ে রয়েছে ওয়ার্নার,মজার ছলে জানালেন কোহলি

Latest Videos

আরও পড়ুনঃসৌরভ আউট হলে নিজেক ঘরবন্দি করে কাঁদতেন,জানালেন নীতিশ রানা

শামির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেও, তাদের সম্পর্কের যে কোনও উন্নতি হয়নি তা পোস্টে কমেন্টের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন হাসিন জাহান।  ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কাল তুই কিছুই ছিলিস না তাই আমি পবিত্র ছিলাম। আজ তুই কিছু হয়ে গিয়েছিস, তাই আমি অপবিত্র হয়ে গেলাম। মিথ্যার বোরখা দিয়ে প্রকাশ্য সত্যিটাকে ঢেকে ফেলতে পারবি না। কুমিরের কান্না খুব কমদিনই বাঁচাতে পারবে।’ সঙ্গে হাসিন যোগ করেন, 'ক্রিকেটার শামি আহমেদের সঙ্গে ছবির মডেল হাসিন জাহান।' কিন্তু লকডাউনের মাঝে কেন হঠাত এই পোস্ট করতে গেলেন হাসিন তা নিয়েই উঠছে প্রশ্ন। পোস্টের কমেন্টেও হাসিনকে অপমানজনক কথা বলেছেন অনেকে। কেউ আবার লিখেছেন,'আমরা শামির পক্ষে'। কিন্তু পোস্টের কারণ সম্পর্কে কিছুই জানাননি হাসিন। অনেকেই বলছেন,পুরনো বিবাদকে খুঁচিয়ে তুলে আরও একবার লাইমলাইটে আসার চেষ্টা করছেন হাসিন জাহান। এই পোস্টের ফলে কোনও বিবাদ সৃষ্টি হয় কিনা, পাল্টা কোনও প্রতিক্রিয়া মহম্মদ শামি বা তার পরিবারের তরফ থেকে আসে কিনা সেটাই এখন দেখার।

 

 

আরও পড়ুনঃধোনিই আমার অধিনায়কত্বের প্রেরণা, অকপট স্বীকারোক্তি বিরাটের

Share this article
click me!

Latest Videos

'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata