IPL 2021, CSK vs RCB- দুই দলের লড়াইয়ে ইতিহাসে এগিয়ে কোন দল, জেনে নিন এক নজরে

Published : Sep 24, 2021, 02:46 PM ISTUpdated : Sep 24, 2021, 03:48 PM IST
IPL 2021, CSK vs RCB- দুই দলের লড়াইয়ে ইতিহাসে এগিয়ে কোন দল, জেনে নিন এক নজরে

সংক্ষিপ্ত

আইপিএলে আরও একটি মেগা ফাইট। আজ শারজায় মুখোমুখি সিএসকে বনাম আরসিবি। ম্যাচ জিতে শেষ চারের আরও কাছে যাওয়াই লক্ষ্য ধোমির দলের। অপরদিতে জয়ে ফিরতে মরিয়া বিরাট ব্রিগেড।

একটি দল বর্তমানে আইপিএলের (IPL 2021) লিগ টেবিলে রয়েছে দ্বিতীয় স্থানে। অপর দল রয়েছে তৃতীয় স্থানে। আইপিএলে আজ শারজায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হাই ভোল্টেজ ম্যাচ। ২০২০ সালের ব্যর্থতা ভুলে এমএস ধোনির (MS Dhoni) দল চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য এগিয়ে চলেছে। অপরদিকে ভারতের মাটিতে প্রথম পর্বে দারুণ ছন্দে ছিল আরসিবি। কিন্তু মরুদেশে কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারতে হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) দলকে। আজকের ম্যাচে জয় পেতে মরিয়া দুই দল।

আইপিএলের ইতিহাসে দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে আরসিবির থেকে অনেকটা এগিয়ে রয়েছে সিএসকে। এখনও পর্যন্ত দুই দল মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৮টি ম্যাচেই জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। অপরদিকে বিরাট কোহলির দল জয় পেয়েছে ৯টি ম্যাচে। ১টি ম্যাচ অমীমাংসিত রয়েছে। ফলে দুই দলের ম্যাচ জয়ে শতাংশের বিচারে প্রায় ৭০ ভাগ ম্যাচেই জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচে সেই পরিসংখ্যান আরও উন্নত করাই লক্ষ্য এমএস ধোনির লক্ষ্য। অপরদিকে, শেষ চারের লক্ষ্য আজকের ম্যাচে জয়ের পাশাপাশি পরিসংখ্য়ানে উন্নতি ঘটানোই লক্ষ্য বিরাট ব্রিগেডের।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ২০২১ আইপিএলে ৮টি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। যার মধ্যে ৬টি ম্যাচে জয় পেয়েছে ধোনির দল। ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএসকে। অপরদিকে, আরসিবি  ৮ ম্যাচে ৫টিতে জয় পেয়েছে। ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে  বিরাট কোহলির দল। আজকের ম্যাচ জিতলে প্লে অফের আরও কাছে চলে যাবে সিএসকে ও আরসিবি জিতলে মসৃণ হবে শেষ চারে যাওয়ার রাস্তা। 

আরও পড়ুনঃIPL 2021, CSK vs RCB- ধোনির অভিজ্ঞতা, না কোহলির আগ্রাসন, আইপিএলে শারজায় আজ মহারণ

আরও পড়ুনঃIPL 2021, CSK vs RCB- ধোনি বনাম কোহলি ম্যাচে কেমন হতে পারে দুই দলের একাদশ, দেখে নিন এক ঝলকে

আরও পড়ুনঃSourav Ganguly Biopic: রণবীর-পরমব্রত নয় নিজের বায়োপিকের হাত ধরেই কি বলিউডে অভিষেক "দাদার" জল্পনা তুঙ্গে

দুই দলই ব্যাটিং-বোলিং বিভাগে খুবই শক্তিশালী। কেকআরের বিরুদ্ধে শেষ ম্যাচ বাদ দিলে ভারতের মাটিতে আইপিএলে দুরন্ত ছন্দে ছিল আরসিবি। চেন্নাই সুপার কিংসও নিজেদের ফর্ম ধরে রেখেছে। আজ শারজার ছোট মাঠে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আজকের ম্যাচ ৫০-৫০ হলেও, যেই দল প্রথমে ব্যাট করবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি। 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?