সংক্ষিপ্ত
আইপিএলে আরও একটি মেগা ফাইট। আজ শারজায় মুখোমুখি সিএসকে বনাম আরসিবি। ম্যাচ জিতে শেষ চারের আরও কাছে যাওয়াই লক্ষ্য ধোমির দলের। অপরদিতে জয়ে ফিরতে মরিয়া বিরাট ব্রিগেড।
একটি দল প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হেলায় উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। ভারতের মতই আরব আমিরশাহিতেও নিজেদের দুরন্ত ফর্ম ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অপর দল প্রথম ম্যাচেই কেকেআরের (KKR) কাছে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে। আজ আইপিএলের (IPL 2021) আরও একটি মেগা ফাইটে মুখোমুখি হতে চলেছে এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Chellengers Bangalore)। শারজায় খেলা হবে এই ম্যাচ। ফলে শারদার ছোট মাঠে হাই স্কোরিং হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
দুরন্ত ছন্দে ধোনির সিএসকে-
২০২০ সালে মরুদেশে আইপিএলের দর্বিসহ স্মৃতি যে এখন অতীত তা আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই প্রমাণ করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের বিরুদ্ধে ২৪ রানে ৪ উইকেট হারানোর পরও যেভাবে ঘুড়ে দাঁড়িয়ে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল সিএসকে (CSK) তা দলের ঐআত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। ঋতুরাজ গায়কোয়াড়, ব্রাভো, জাদেজাদের ব্যাট হাতে রানের মধ্যে স্বস্তি দিয়েছে চেন্নাই টিম ম্যানেজমেন্টকে। ফাফ ডুপ্লেসি, মইন আলি, অম্বাতি রায়ডুরাও রানে ফিরতে মরিয়া। আজকের ম্যাচে তারউপর দলে ফিরছে স্যাম কারনও। যার ফলে শক্তি আরও বাড়বে ধোনির দলের। বোলিংয়েও দীপক চাহার, শার্দুল ঠাকুর, ব্রাভো, মঈন আলিরা ছন্দে রয়েছে। সব মিলিয়ে আরসিবিকে হারিয়ে প্লে অফের আরও কাছে যাওয়াই লক্ষ্য ৩ বারের আইপিএলের চ্যাম্পিয়নদের।
জয়ে ফিরতে মরিয়া আরসিবি-
অপরদিকে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে ব্যাটে-বলে দলের হতাশাজনক পারফরমেন্সকে ভুলে সিএসকের বিরুদ্ধে ছন্দে ফিরতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআর ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বিরাট-ডিভিলিার্স, ম্যাক্সওয়েল, পাড়িক্কললের মত তারকারা। মাত্র ৯২ রানেই শেষ হয়েছিল আরসিবির (RCB) ইনিংস। বল হাতে দাগ কাটতে পারেনি কাইল জেমিসন, হার্সল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহলরা। তবে সিএসকের বিরুদ্ধে নামার আগে দলকে পেপট দিয়ছেন বিরাট কোহলি। ধোনির দলের বিরুদ্ধে জয়ে না ফিরতে পারলে প্লে অফে ওঠার রাস্তা কঠিন হবে আরসিবির। তাই আজকের ম্যাচে জয়ে ফিরতে মরিয়া মরিয়া বিরাট কোহলির দল।
আরও পড়ুনঃIPL 2021 - হট বউকে ছেড়ে অন্য মহিলার গর্ভে নারাইনের সন্তান, নারী বদলেই কি হল ফর্মে উন্নতি
আরও পড়ুনঃক্রিকেটের আয় বাদে কীভাবে কয়েকশো কোটির মালিক হলেন বিরাট কোহলি, জানুন আসল কারণ
আরও পড়ুনঃবিরাট কোহলির রাজকীয় গাড়ি হতে পারে আপনার, কিনতে হলে জানুন পকেটে রাখতে হবে কত টাকা
ম্যাচ প্রেডিকশন-
দুই দলই ব্যাটিং-বোলিং বিভাগে খুবই শক্তিশালী। কেকআরের বিরুদ্ধে শেষ ম্যাচ বাদ দিলে ভারতের মাটিতে আইপিএলে দুরন্ত ছন্দে ছিল আরসিবি। চেন্নাই সুপার কিংসও নিজেদের ফর্ম ধরে রেখেছে। আজ শারজার ছোট মাঠে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আজকের ম্যাচ ৫০-৫০ হলেও, যেই দল প্রথমে ব্যাট করবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি।