টাকার জন্যেই ক্রিকেট খেলেন, নাহলে পেট্রল পাম্পে চাকরি করতেন - বিস্ফোরক হার্দিক পান্ডিয়া

টাকার জন্যই ক্রিকেট খেলেন, স্পষ্ট জানালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নাহলে চাকরি করতেন পেট্রল পাম্পে। 

একসময় বরোদার (Baroda) একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সারাদিনে খাবার বলতে জুটত ৫টাকা দামের ম্যাগি। সেখান থেকে আজ মুম্বইয়ে (Mumbai) বিলাসবহুল ফ্ল্যাটের মালিক তিনি। তাঁর দক্ষতা এবং প্রতিভা দিয়ে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এবং তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সেরও (Mumbai Indians) হয়ে সারা বিশ্বে নাম করেছেন। তাঁর এই উত্থানের কাহিনী অসাধারণ হতে পারে, কিন্তু হার্দিক স্পষ্ট জানিয়েছেন ক্রিকেটে টাকা না থাকলে, তিনি খেলতেন না। পেট্রল পাম্পে চাকরি করতেন।  

গত কয়েক বছরে, হার্দিক পান্ডিয়া ভারতীয় দলে এক নতুন ভারসাম্য এনে দিয়েছেন। কপিল দেব (Kapil Dev), মনোজ প্রভাকরের (Manoj Prabhakar) পর ভারত আবার একজন জোরে বোলার অলরাউন্ডার পেয়েছে। সেইসঙ্গে টি২০ ক্রিকেটে তিনি নিখুঁত ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন। ক্রিকেট মান্থলি (Cricket Monthly)-কে দেওয়া এক সাক্ষাতকারে হার্দিক, তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন শৈশব থেকে কষ্টের মধ্য দিয়ে আজকের তারকা জীবনে পৌঁছনো গল্প। তার পিছনে তাঁর বাবার ভূমিকা ইত্যাদি। সেখানেই, ক্রিকেটের সঙ্গে, বিশেষ করে আইপিএল-এর সঙ্গে জড়িয়ে থাকা বিপুল অর্থের প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। দিয়েছেন বিস্ফোরক মতামত।  

Latest Videos

"

ক্রিকেট ফ্য়ানদের মধ্যে অনেকেই মনে করেন, হার্দিক পান্ডিয়াদের মতো ক্রিকেটারদের, আইপিএল নিলামে যে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে, তাতে তাদের মাথা ঘুরে যেতে পারে। মাটি থেকে পা সরে যেতে পারে, ফোকাস হারিয়ে যেতে পারে ক্রিকেট থেকে। এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল হার্দিককে। হার্দিকের সাফ কথা 'টাকা ভাল, ভাই। এটা অনেক কিছু পাল্টে দেয়।' 

আর তিনিই সেই উদাহরণগুলির মধ্যে একজন। ক্রিকেটে টাকা না থাকলে তাঁকে কোনও পেট্রল পাম্পে কাজ করতে হত বলে দাবি করেছেন তিনি। কারণ ক্রিকেট নয়, তাঁর কাছে অগ্রাধিকার ছিল তাঁর পরিবার। তাঁর পরিবারের যাতে ভালভাবে জীবন যাপন করতে পারে, তা নিশ্চিত করাটাই ছিল তাঁর লক্ষ্য। 

আরও পড়ুন - নাতাশার আগে ফুলে ফুলে মধু খেয়েছেন হার্দিক পাণ্ডিয়া - কলকাতার মডেলের সঙ্গেও জড়িয়েছে নাম, দেখুন

আরও পড়ুন - IPL 2021, RCB vs RR - জর্জ গার্টন কে, আরসিবির হয়ে আইপিএল-এ অভিষেক হল এই ক্রিকেটারের

আরও পড়ুন - IPL 2021 - যেমন বক্ষ, তেমন নিতম্ব - জ্যাসিম লোরা-ই কি আইপিএল-এর 'হটেস্ট বউ', দেখুন তো

হার্দিক বলেছেন, তবে বিপুল টাকা আসলেও যাতে তাদের পা কখনই মাটি থেকে উঠে না যায়, সেটা তিনি এবং তাঁর দাদা ক্রুনাল নিশ্চিত করেছিলেন। হার্দিক পান্ডিয়ার মতে 'কী ঘটছে তা বোঝার জন্য শক্তিশালী মস্কিষ্কের প্রয়োজন। আমি এবং ক্রুনাল খুব শক্তিশালী মস্কিষ্কের, তাই আমরা এই সত্যটা মেনে নিতে পেরেছি যে, আমাদের টাকা আছে। কিন্তু আমরা কখনই মাটি থেকে এক পাও তুলব না। লোকের মনে হতে পারে আমি উড়ছি ইত্যাদি, কিন্তু দিনের শেষে আমি জানি, আমার পা সবসময় মাটিতে থাকে।' 

পান্ডিয়া জানিয়েছেন, ২০১৯ সালে তাঁকে একজন বলেছিলেন, তাঁদের মতো যুবকদের হাতে এত অর্থ থাকা উচিত নয়। কিন্তু, তিনি দ্বিমত পোষণ করেছিলেন। তিনি বলেছিলেন, যখন কোনও গ্রাম বা কোনও ছোট শহর থেকে আসা একটি ছেলে কোনও বড় অঙ্কের চুক্তি সাক্ষর করে, তখন সে সেই অর্থ শুধু নিজের জন্য রাখে না। সেই অর্থে, সে তার বাবা-মায়ের দেখাশোনা করে, সে তার আত্মীয়দের দেখভাল করে। 

হার্দিকের মতে, অর্থ যেমন এক তরুণ ক্রিকেটারের জীবন পাল্টে দেয়, তেমনই অনুপ্রেরণাও দেয়। তিনি বলেছেন, 'লোকে মনে করে, টাকা-পয়সা নিয়ে কথা বলা উচিত নয়। এটা ভুল ধারণা। আমি এতে বিশ্বাস করি না। কারণ, আপনি খেলাধুলার অনুরাগী এবং অর্থও গুরুত্বপূর্ণ। টাকা না থাকলে কতজন ক্রিকেট খেলবে আমি জানি না।'

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : মুম্বইতে ইসকন মন্দিরের উদ্বোধন করে বড় বার্তা মোদীর, দেখুন কী বললেন
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন শুভেন্দু অধিকারী
জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
Kolkata-র রাজপথে Mamata Banerjee-র বিরুদ্ধে চরম হুঙ্কার Suvendu Adhikari-র, দেখুন | Suvendu A