ICC Awards 2021: বিরাট-রোহিতদের টেক্কা দিয়ে আইসিসির বর্ষসেরা পুরষ্কারে পাক ক্রিকেটারদের একাধিপত্ব

আইসিসির বর্ষসেরা অ্যাওয়ার্ডে (ICC Awards 2021) পাকিস্তান ক্রিকেটারদের (Pakistan Cricketer) রমরমা। সব বিভাগেই রয়েছে পাক ক্রিকটাররা। বাবর আজম ওয়ান-ডে ও টি২০ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাবর আজম (Baba Azam)।  বর্ষসেরা টি২০ ক্রিকেটার হয়েছেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। মেয়েদের বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ফতিমা সানা (Fatima Sana)। 
 

প্রতিবার আইসিসির বর্ষসেরার (ICC Awards 2021) তালিকায় ভারতীয় ক্রিকেটারদের রমরমা থাকে। কিন্তু এবার তা হয়নি। কিন্তু সেখানে ২০২১ সালের ঘোষিত আইসিসি টি২০ দল ও ৫০ ওভারের দলে জায়গা পায়নি একজনও ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer)। শুধুমাত্র আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ৩ জন ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়েছে। তারা হলে রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থ (Rishabh Pant)ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কিন্তু একদিকে যখন আইসিসির বর্ষ সেরার তালিকায় এবার ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketer) জায়গা পাননি, ঠিক তখন অপরদিকে এবার আইসিসির তালিকাতে ভারতকে টেক্কা দিয়ে সুযোগ পেলেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার  (Pakistan Cricketer) । ছেলে-মেয়ে সববিভাগেই ২০২১ সালে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রকাশ করা সেরার তালিকায় এবার রমরমা পাক ক্রিকেটারদের। 

 

Latest Videos

 

আইসিসির বর্ষসেরা ওয়ান-ডে দলের  অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাবর আজম। বর্ষসেরা টি- দলের ক্যাপ্টেনও বাবর আজম। ছেলেদের বর্ষসেরা ওয়ান-ডে দলে বাবর আজম ছাড়াও রয়েছেন ফখর জামান। ছেলেদের বর্ষসেরা টি-২০ দলে বাবর আজম (Baba Azam)ছাড়া রয়েছেন রিজওয়ান (Mohammad Rizwan)ও শাহিন আফ্রিদি (Saheen Afridi)। ছেলদের বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন ফাওয়াদ আলম, হাসান আলি ও শাহিন আফ্রিদি। ছেলেদের বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মহম্মদ রিজওয়ান। মেয়েদের বর্ষসেরা ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন ফতিমা সানা (Fatima Sana)। মেয়েদের বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ফতিমা সানা। ফলে পাক ক্রিকেটের বিগত কয়েক বছর ধরে যে খারাপ সময় চলছিল তা এই সকল ক্রিকেটারদের হাত ধরে অনেকটাই কেটেছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

 

 

অপরদিকে, আইসিসির বর্ষসেরা তালিকায় ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল স্মৃতি মন্ধনা। আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ দলে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। যদিও আইসিসির (ICC)বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটারের পুরস্কার হাতে তুলতে পারলেন না মন্ধনা। বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটারের জন্য মনোনীত চারজনের তালিকায় নাম ছিল মন্ধনার। এই সম্মান পান ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। ট্যামি বিউমন্ট ২০২১ সালে ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩৩.৬৬ গড়ে ৩০৩ রান সংগ্রহ করেছেন। , স্মৃতি মন্ধনা ২০২১ সালে ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩১.৮৭ গড়ে ২৫৫ রান সংগ্রহ করেছেন। তবে সেরা টি২০ একাদশে সুযোগ পেয়ে খুশি স্মৃতি মন্ধনা।
 

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP
Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী