আফগানদের সহজেই হারিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের

টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ১-এর দ্বিতীয় ম্যাচে সহজেই আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। প্রথম ম্যাচ জিতে এখন ভাল অবস্থানে ইংরেজরা।

টি-২০ বিশ্বকাপের সূচনাটা ভালভাবেই করল ইংল্যান্ড। শনিবার পারথে আফগানিস্তানকে সহজেই ৫ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় পেল জস বাটলারের দল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বাটলার। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। ১৯.৪ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বোচ্চ ৩২ রান করেন তিন নম্বরে ব্যাট করতে নামা ইব্রাহিম জর্দান। চার নম্বরে নামা উসমান গনি করেন ৩০ রান। নাজিবুল্লাহ করেন ১৩ রান। ওপেনার গুরবাজ করেন ১০ রান। অপর ওপেনার হজরতউল্লাহ জাজাই করেন ৭ রান। অধিনায়ক মহম্মদ নবি করেন মাত্র ৩ রান। আজমাতুল্লাহ ওমরজাই করেন ৮ রান। রশিদ খান ও মুজিব-উর-রহমান ০ রান করেই ফিরে যান। ফজলহক ফারুকিও ০ রান করে আউট হয়ে যান। ফরিদ আহমেদ ২ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে অসাধারণ বোলিং করেন স্যাম কারান। তিনি মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন বেন স্টোকস। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন মার্ক উড। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন ক্রিস ওকস। 


রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের বিশেষ সমস্যা হয়নি। দলের ৩৫ রানের মাথায় প্রথম আউট হন অধিনায়ক বাটলার (১৮)। এরপর ইংল্যান্ডের ৫২ রানের মাথায় ফিরে যান অ্যালেক্স হেলস (১৯)। চার নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ২ রান করেন স্টোকস। ডেভিড মালান করেন ১৮ রান। ২৯ রান করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন। মইন আলি ৮ রান করে অপরাজিত থাকেন। হ্যারি ব্রুক করেন ৭ রান।

Latest Videos


এদিন হেরে গেলেও, লড়াই করে আফগানিস্তান। অল্প রানের পুঁজি নিয়েও ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে কিছুটা চাপে ফেলে দেন রশিদ, মুজিব, নবিরা। অবশ্য শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। প্রথম ম্যাচ জিতেও, রান রেটে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে থাকায় সুপার ১২ গ্রুপ ১-এ দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। বাটলারদের পরের ম্যাচ ২৬ অক্টোবের, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। একই দিনে আফগানিস্তানের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই গ্রুপের প্রথম ম্যাচে শনিবার নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। ফলে গ্রুপের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।

আরও পড়ুন-

মেলবোর্নে ভারতকে বিপাকে ফেলবেন বাবর-শাহিন? 

 

রবিবার মেলবোর্নে মহারণ, পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিতে তৈরি ভারত 

 

টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সবচেয়ে উত্তেজক ম্যাচ কোনটি?

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury