সংক্ষিপ্ত
সম্প্রতি ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও তরুণ পেসার শাহিন আফ্রিদি। তাঁরা কি রবিবার ফের বিপদে ফেলতে পারেন ভারতকে?
গত বছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে যায় ভারতীয় দল। এই প্রথম বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় পায় পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের যে তিন ক্রিকেটার সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখান, তাঁরা হলেন পেসার শাহিন আফ্রিদি, অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। ৩১ রান খরচ করে ৩ উইকেট নেন শাহিন। এরপর রান তাড়া করতে নেমে বাবর ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও দু'টি ছক্কা। অপর ওপেনার রিজওয়ান ৫৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। ১০ উইকেটে জয় পায় পাকিস্তান। ফলে এই তিন ক্রিকেটারের দিকে নজর রাখতে হবে ভারতীয় দলকে। বাবর ও রিজওয়ানকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠাতে হবে এবং শাহিনকে উইকেট দিলে চলবে না। শুক্রবারই দেখা গিয়েছিল, শাহিনের বোলিং সামাল দেওয়ার জন্য আলাদা প্রস্তুতি নিচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি নেটে দীর্ঘক্ষণ বাঁ হাতি বোলারদের থ্রো ডাউনে ব্যাটিং অনুশীলন করেন। তবে শুধু শাহিনই নন, নাসিম শাহ, হাসান আলির মতো বোলারদের দিকেও নজর রাখতে হবে। গত টি-২০ বিশ্বকাপে ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন হাসান।
২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। সেই প্রতিযোগিতার ফাইনাল সহ দু'টি সাক্ষাৎকারেই পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। কিন্তু তারপর থেকে আর টি-২০ বিশ্বকাপ জেতা তো দূর, ফাইনালেও পৌঁছতে পারেনি ভারতীয় দল। গত টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালেও উঠতে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। এই প্রতিযোগিতার পরেই টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। ফলে এবার রোহিতের দলের কাছে কঠিন পরীক্ষা। গত টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। এই হারই বিরাটদের বিদায়ের পথ প্রশস্ত করে দেয়। এবার কোনওভাবেই সেটা চান না রোহিতরা।
এবারের টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-এ ভারত, পাকিস্তান ছাড়াও আছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডস। রবিবারের পর ভারতের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ৩০ অক্টোবর ভারতের তৃতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২ নভেম্বর ভারত-বাংলাদেশ ম্যাচ। ৬ নভেম্বর ভারতের প্রতিপক্ষ জিম্বাবোয়ে। আপাতত অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়েই ভাবছে ভারতীয় দল।
আরও পড়ুন-
মেলবোর্নে টি-২০ ম্যাচে কে এগিয়ে, ভারত না পাকিস্তান?
রবিবার মেলবোর্নে মহারণ, পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিতে তৈরি ভারত