আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং-এ এক নম্বর অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মোহালি (Mohali) টেস্টে দুর্দান্ত পারফর্ম্যান্সের জোরে পিছনে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) জেসন হোল্ডারকে (Jason Holder)।
টেস্ট ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মোহালি (Mohali) টেস্টে ব্যাট ও বলে দুর্দান্ত পারফর্ম করার পরই এই নয়া পালক জুড়ল জাদেজার মাথায়। এই টেস্টে জাদেজার অপরাজিত ১৭৫ রানের ইনিংসের জোরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ইনিংসে জয় পেয়েছিল। ২০২১-এর ফেব্রুয়ারি থেকে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) জেসন হোল্ডার (Jason Holder)। এবার তাঁকে সরিয়ে শীর্ষস্থানে উঠে এলেন জাদেজা।
তবে, জাদেজা যে এই প্রথম টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন তা নয়। ২০১৭ সালের আগস্টেও তিনি এই স্থানে ছিলেন, তবে তার মেয়াদ ছিল মাত্র এক সপ্তাহ। টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিং-এও জাদেজার দারুণ উন্নতি ঘটেছে। ৫৪তম স্থান থেকে তিনি এক লাফে ৩৭তম স্থানে উঠে এসেছেন। টেস্ট বোলারদের মধ্যে বর্তমানে জাদেজা রয়েছেন ১৭তম স্থানে।
আরও পড়ুন - রবীন্দ্র জাদেজার নজির গড়া ইনিংস, মোহালি টেস্টে চালকের আসনে ভারত
আরও পড়ুন - Ravindra Jadeja: গাল ভর্তি দাড়ি, মুখে বিড়ি, এ কী হাল রবীন্দ্র জাদেজার
আরও পড়ুন - টেস্ট দলে ফিরেই সেঞ্চুরি জাড্ডুর, মোহালির টেস্টের রাশ ভারতের হাতে
আইসিসি (ICC) এদিন এক বিবৃতিতে বলেছে, 'মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক টেস্ট জয়ে রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স তাকে এমআরএফ টায়ার্স আইসিসি পুরুষদের টেস্ট প্লেয়ার ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে পৌঁছে দিয়েছে'। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। নয়া তালিকায় তিনি এক ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছেন। তালিকায় এরপরের ভারতীয় নাম অক্ষর প্যাটেল (Axar Patel)। কয়েক ধাপ নেমে তিনি আছেন ১৪তম স্থানে। তবে, চোটের কারণে তিনি মোহালি টেস্টে খেলতে পারেননি।
সম্প্রতি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে, প্রথম ইনিংসে জাদেজার অপরাজিত ১৭৫ রানের জোরে ভারত ৫৭৪/৮ স্কোরে ইনিংস-এর সমাপ্তি ঘোষণা করেছিল। এরপর বল হাতে তিনি শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন এবং দ্বিতীয় ইনিংসেও মাত্র ৪৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। জাদেজা অপরাজিত ১৭৫ রানের ইনিংস টেস্ট ক্রিকেটে সাত নম্বরে বা তার নিচে ব্যাটিং করে করা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোরও বটে। এর পর তাঁর টেস্ট ব়্যাঙ্কিং-এর শীর্ষে উঠে আসাটা ছিল সময়ের অপেক্ষা।
অন্যদিকে, আইসিসি পুরুষদের টেস্ট ব্যাটারদের তালিকায়, ভারতের বিরাট কোহলি (Virat Kohli) দুই ধাপ উপরে উঠে এসেঠেন। সর্বশেষ তালিকায় তাঁর স্থান পঞ্চম। ঠিক তার পরেই ষষ্ঠ স্থানে রয়েছেন, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মোহালিতে বিস্ফোরক ৯৬ রানের ইনিংস খেলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। একধাপ উঠে তিনি রয়েছেন দশম স্থানে। টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার (Australia) মার্নাস লাবুসছাগনে (Marnus Labuschagne)।
আইসিসি পুরুষদের টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে রবিচন্দ্রন অশ্বিন ছিলেন দ্বিতীয় স্থানে, আর জসপ্রিত বুমরা (Jasprit Bumrah) ছিলেন দশম স্থানে। নয়া তালিকাতেও তাঁদের স্থান অপরিবর্তিত রয়েছে। বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয় প্যাট কামিন্স (Pat Cummins)।