সংক্ষিপ্ত
রত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট সিরিজ (Test Series)। মোহালিতে (Mohali) মুখোমুখি রোহিত শর্মা (Rohit Sharma) ও দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) দল। দ্বিতীয় দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে সেঞ্চুরি (Century) করলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। লাঞ্চ পর্যন্ত ভারতীয় দের স্কোর ৪৬৮ রানে ৭ উইকেট।
মোহালিতে (Mohali) ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka)প্রথম টেস্টের প্রথম দিনই ম্য়াচের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। রোহিত শর্মার (Rohli Sharma)দলের স্কোর ছিল ৩৫৭ রানে ৬ উইকেট। ৯৬ রান ৫৮ রানের খেলেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও হনুমা বিহারি। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। মোহালি টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে চড়ল ভারত। সৌজন্যে রবীন্দ্র জাদেজার অনবদ্য শতরানের ইনিংস ও অশ্বিনের দুরন্ত ৬১ রানের ইনিংস। ম্য়াচের প্রথম সেশনে অনবদ্য ব্য়াটিং করেন দুই ভারতীয় স্পিনার অলরাউন্ডার। অশ্বিন আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা। এখনও পর্যন্ত ১০২ রানে অপরাজিত রয়েছেন জাড্ডু। অপরদিকে রয়েছেন জয়ন্ত যাদব। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের স্কোর ৪৬৮ রানে ৭ উইকেট।
প্রথম দিনের শেষে ৪৫ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা ও ১০ অপরাজিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দলের ৩৩২ রান থেকে শুর হয়েছিল তাদের পার্টনারশি। দ্বিতীয় দিনের শুরু থেকে ছন্দে পাওয়ার যায় ভারতের দুই স্পিনার অলরাউন্ডারকে। দিনের শু রুতে একটু সেট হতে সময় নেওয়ার পর থেকেই একের পর এক নিজেদের শট খেলেন জাদেজা-অশ্বিন জুটি। চোখ ধাঁধানো বেশ কিছি শট খেলেন তারা। দুই বোলিং অলরাউন্ডার জুটিকে কোনও মতেই বাগে আনতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। অনবদ্য শতরানের পার্টনারশিপ করেন জাড্ড-অশ্বিন জুটি। নিজেদের অর্ধশতরানও পূরণ করেন তারা। ১৩০ রানের পার্টবারশিপ করার পর ব্যক্তগত ৬১ রানে আউট হনরবিচন্দ্রন। ৪৬২ রানে সপ্তম উইকেট পড়ে টিম ইন্ডিয়ার। অশ্বিন আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে টেস্ট দলে ফিরেই সেঞ্চুরি করেন ভারতীয় তারকা স্পিনার অলরাউন্ডার।
প্রসঙ্গত, মোহালি টেস্টের প্রখম দিনে টসে জিতে ব্য়াটিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালোই করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করার পর দলের ৫২ ও ৮০ রানে আউট হনম রোহিত ও মায়াঙ্ক। এরপর শততম টেস্টে স্মরণীয় করে রাখতে মাঠে নামেন বিরাট কোহলি। কিন্তু ব্যক্তিগত ৪৫ রান করে আউট হন তিনি। ৩৮ রান করায় ৮ হাজার টেস্ট রানের মাইলস্টোন স্পর্শ করেন বিরা। হুনুমার সঙ্গে ৯০ রানের পার্টনারশিপ করার পর ভাঙে জুটি। এরপর ৫৮ রান করে আউট হন হনুমা। শ্রেয়স আইয়রও বড় রান করতে ব্যর্থ হন। ২৭ রান করেন কিনি। এরপর জাদেজাকে সঙ্গে নিয়ে মারকাটারি ইনিংস খেলেন ঋষভ পন্থ। ঝডো ৯৬ রনের ইনিংস খেলে দলকে শক্তিশালী ভিতের উপর দাড় করান। এবার দ্বিতীয় দিনেও পাহাড় প্রমাণ রানে পৌছল ভারত।