U19 World Cup Final 2022: পঞ্চমবার ট্রফি জয়ের লক্ষ্যে জুনিয়র টিম ইন্ডিয়া, লড়াই দিতে প্রস্তুত ব্রিটিশরা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে (ICC U19 World Cup Final 2022) শনিবার মুখোমুখি ভারত ও ইংল্য়ান্ড (India vs England)। দেশকে পঞ্চমবার চ্য়াম্পিয়ন করতে মরিয়া যশ ধুলের (Yash Dhull) দল। অপরদিকে, ২৪ বছর পর চ্য়াম্পিয়ন হওয়ার হাতছানি টম প্রেস্টের (Tom Prest) দলের সামনে। 
 

শনিবার চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup Final 2022) শেষ হার্ডল ভারতীয় ক্রিকেট দলের। প্রতিযোগিতার শুরু থেকে দুরন্ত ছন্দে ক্রিকেট খেলছে যশ ধুলের দল। গ্রুপ লিগের পর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে গতবারের ফাইনাল হারের বদলা নেয় ভারতের ছোটরা। এরপর শেষ ম্য়াচে  সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে মাত দিয়ে ফাইনালের টিকিট পাকা করে জুনিয়র টিম ইন্ডিয়া। এবার ফাইনালে সামনে ইংল্য়ান্ডে (India vs England)। গতবার যশশ্বী জয়সওয়ালরা শেষ ধাপে এসে আটকে গিয়েছিল, সেখান থেকে শিক্ষা বিশ্বজয় করে দেশে ফেরাই পাখির চোখ যশ ধুল (Yash Dhull), নিশান্ত সিন্ধু, রবি কুমারদের। অপরদিকে, দুই যুগ ধরে ছোটদের বিশ্বকাপ অধরা রয়ে গিয়েছে ব্রিটিশ লায়ন্সদের। এবার তীরে এসে ট্রফি জিততে মরিয়া ইংল্য়ান্ডও। ফলে শনিবার মেগা ফাইনালে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

লক্ষ্য পঞ্চমবার বিশ্বজয়-
এর আগে ৪  বার ছোটদের বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় দল। যা কিনা সর্বাধিক। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৩ বার জিতেছে তারা। ভারতের কাছেই সেমি ফানালে হেরে এবার বিদায় নিয়েছে ব্য়াগি গ্রিনরা। একইসঙ্গে ২০১৬ সাল থেকে এই নিয়ে পরপর চারবার ফাইনালে পৌছল মেন ইন ব্লুরা। এবার পঞ্চমবার ট্রফি জয়ের হাতছানি ভারতের। বড় ম্য়াচে নামার আগে ব্য়াটিং-বোলিং লাইনআপের দুরন্ত ফর্মে থাকা বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে ভারতীয় দলকে। ব্য়াটিং লাইনআপে যশ ধুল, সেইক রশিদ, হরনুর সিং, দীনেশ বানারা ফর্মে রয়েছে। অপরদিকে, বোলিং লাইনে রবি কুমার, ভিকি ওস্তাওয়াল, কৌশল তাম্বেরা দুরন্ত ছন্দে রয়েছে। স্পিন অ্যাটাকের উপর ভরসা করেই ফাইনাল জয়ের ছক কষছে ভারত। বড় ম্য়াচের চাপ সামলাতে দলকে পেপ টক দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। জুম কলে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছেন ২০০৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। ফাইনালের আগে অনুশীলনে নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নিয়েছেন জুনিয়র টিম ইন্ডিয়া। পঞ্চমবার দশকে ছোটদের বিশ্বকাপ এনে দিতে বদ্ধপরিকর যশ ধুলের দল।

Latest Videos

লড়াই দিতে প্রস্তুত ব্রিটিশরা-
১৯৯৮ সালে শেষ বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ইংল্য়ান্ড। তারপর থেকে সাফল্য আসেনি ব্রিটিশ লায়ন্সদের। ২৪ বছর পর ফাইনালে উঠে ট্রফি হাতছাড়া করতে নারাজ টম প্রেস্টের (Tom Prest) দল। ব্য়াটিং লাইনআপে জর্জ থমাস, অধিনায়ক টম প্রেস্ট, জর্জ বেল, রেহান আহমেদ, উইল লাক্সটনরা নিজেদের সেরাটা আরও একবার উজার করে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। অপরদিকে, বোলিং লাইনেও রেহান আহমেদ, থমাস অ্য়াসপিনওয়াল, জসুয়া বয়ডেনরা ছন্দে রয়েছে। সব মিলিয়ে দেশকে দ্বিতীয়বার ছোটদের বিশ্বজয়ী করতে বদ্ধ পরিকর ইংল্য়ান্ড দল।

ম্য়াচ প্রেডিকশন-
ছোটদের বিশ্বকাপ হলেও, বড় টুর্নামেন্টের ফাইনালে প্রেডিকশন করা খুবই কঠিন। বড় ম্য়াচে চাপ সামলে সেদিন যেই দল বেশি ভালো পারফর্ম করবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি। তবে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তির তুলনা করলে ক্রিকেট বিশেষজ্ঞরা কিছুটা এগিয়ে রাখছে ভারতীয় দলকে। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla