
বিশ্বকাপে আরও এক জয় ভারতের। যার জেরে মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে আরও একধাপ এগোল ভারত। বলতে গেলে এই জয় ভারতকে সুবিধাজনক জায়গায় রাখল। ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভার তিন বলে ১৬২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। যার ফলে ভারত ১৫৫ রানে এই ম্যাচ জিতে নেয়।