কেনও রাশিদ খানকে শেষ করে দিতে চেয়েছিলেন ক্রিস গেইল,জানালেন কেএল রাহুল

  • ক্রিস গেইলের রাগ দেখেছিলেন কেএল রাহুল
  • এক অনুষ্ঠানে সেই কথাই জানিয়েছেন তিনি
  • রাশিদ খানরে শেষ করে দিতে চেয়েছিলেন গেইল
  • কেনও রেগেছিলেন গেইল তাও জানিয়েছেন রাহুল
     

ব্যাট তার দানবীয় ভাষায় কথা বললেও, মানুষ ক্রিস গেইল কোনওভাবেই দানবীয় নন। মাঠে সর্বদা শান্ত স্বভাবের গেইলকেই দেখে অভ্যস্ত ক্রিকেট বিশ্ব। ভালবাসেন আনন্দ করতে। ২২ গজকেও একইভাবেই উপভোগ করেন ক্রিস্টোফার হেনরি গেইল। ক্রিকেট মাঠে তার সেলিব্রেশন দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে। কিন্তু সেই গেইলেই একটি আইপিএল ম্যাচে প্রচণ্ড রেগে গিয়েছিলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের উপর। দিয়েছিলেন শেষ করে দেবার হুমকি। সেই ঘটনায় জানিয়েছেন আইপিএলে গেইলের সতীর্থ কিংস ইলেভেন পঞ্জাবদলের আরেক তারকা ব্যাটসম্যান কেএল রাহুল।

আরও পড়ুনঃবিসিসিআইকে হুঁশিয়ারী পিসিবির, ভারতে আয়োজিত বিশ্বকাপে পাক দলের নিরাপত্তা নিয়ে দিতে হবে লিখিত গ্যারান্টি

Latest Videos

সম্প্রতি মায়াহ্ক আগরওয়াল, কেএল রাহুল ও ক্রিস গেইল একটি চ্যাট শোয়ে যোগ দিয়েছিলেন। সেখানেই লোকেশ রাহুল ২০১৮ সালের আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের প্রসঙ্গ উত্থাপন করেন। একইসঙ্গে রাহুল জানান 'সে বারের আইপিএল-এর একটা ম্যাচের কথা মনে পড়ছে। গেল রানের জন্য ক্ষুধার্ত ছিল। রেগেও ছিল রশিদ খানের উপরে। আমাকে বলেছিল, রশিদ খান যদি আমার দিকে চোখ পাকিয়ে তেড়ে আসে, তা হলে ওকে আমি শেষ করে দেব। স্পিনাররা বড় বড় চোখ করে তেড়ে আসবে, তা আমার একেবারে পছন্দ নয়।’

আরও পড়ুনঃভারতের প্রথম বিশ্বজয়ের ৩৭ বছর, ফিরে দেখা গৌরবের ইতিহাস

আরও পড়ুনঃজন্মদিনে ধোনিকে নতুন গান উপহার দিতে চলেছেন ডিজে ব্রাভো

বিগত কয়েকটি ম্যাচে রাশিদ খানের চোখ পাকিয়ে তেড়ে আসা পছন্দ ছিল না গেইলের। এই ম্যাচে রাশিদ বল আসলেই গেইলে স্ট্রাইক চাইছিল বলেও জানিয়ছেন রাহুল। ম্যাচে গেইলের তাণ্ডবলীলাও দেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ দল।  ৬৩ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ইউনিভার্স বস। থামানো কঠিন হয়ে গিয়েছিল সেদিন গেইলক। রাশিদ খান সহ হায়দরাবাদের সকল বোলারদের গেইল তুলোধনা করেছিলেন বলেও জানিয়েছেন রাহুল। আর উইকেটের অপরদিকে দাঁড়িয়ে গেইল ঝড় উপভোগ করেছিলেন রাহুল। 

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু