ক্রিকেটে সব ম্যাচই 'ফিক্সড',সৎভাবে হয়না কোনও খেলা, বিস্ফোরক দাবি বুকি সঞ্জীব চাওলার

  • চাঞ্চল্যকর দাবি ২০০০ সালের ম্যাচ ফিক্সিং কাণ্ডের নায়ক
  • দিল্লি পুলিসের কাছে বললেন ক্রিকেট সব ম্যাচই ফিক্সড
  • সৎভাবে খেলা হয় না বিশ্বের কোনও ক্রিকেট ম্যাচই
  • কুখ্যাত বুকির দাবিতে উদ্বেগে ভারত তথা ক্রিকেট বিশ্ব
     

Sudip Paul | Published : May 30, 2020 11:30 AM IST

২০০০ সালের ম্যাচ গড়াপেটার কথা আমাদের  সকলেরই জানা। যাতে নাম জড়িয়ে ছিল দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রাক্তন অধিনায়ক হ্যানসি ক্রোনিয়ের। সঙ্গে নাম জড়িয়েছিল বেশ কয়েক ভারতীয় ক্রিকেটারের। সেই তালিকায় ছিলেন মহম্মদ আজহারউদ্দিন ,অজয় জাদেজা সহ অনেকের নাম। আর সেই গড়াপেটার কাণ্ডের অন্যতম নায়ক ছিলেন কুখ্যাত বুকি সঞ্জীব চাওলা। অবশেষে দীর্ঘ ২০ বছর পর জামিন ২মে জামিন পান সেই কুখ্যাত বুকি। তাও অবশ্য জানলে অবাক হবেন করোনা ভাইরাসের বদান্যতায়। করোনা আতঙ্ককে ঢাল হিসেবে ব্যবহার করে দিল্লির এক আদালতে শর্ত সাপেক্ষে জামিন পান ২০ বছর আগের ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির ‘নায়ক’। কিন্তু  আদালতের অনুমতি ব্যতীত দেশত্যাগ করার অনুমতি পাননি কুখ্যাত জুয়াড়ি। পশাপাশি তারউপর রাখা হবে নজরদারিও। সেই বুকি সঞ্জীব চাওলায় করলেন এবার চাঞ্চল্যকর দাবি। বললেন, ক্রিকেটের সব ম্যাচই ফিক্সড। কোনও ক্রিকেট ম্যাচই নাকি সৎ ভাবে খেলা হয় না। দিল্লি পুলিশের কাছে সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছেন বুকি সঞ্জীব চাওলা।

আরও পড়ুনঃকরোনা আবহেই ৫৫ জন ক্রিকেটারকে অনুশীলনে ফেরার অনুমতি দিল ইসিবি

আরও পড়ুনঃচূড়ান্ত নয় সফরসূচি,একটি মাঠেও হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

দিল্লি পুলিস সূত্রে খবর সঞ্জীব বলেছেন,'একটা বিশাল বড় সিন্ডিকেট বা আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার দ্বারা পরিচালিত হয় সমস্ত ক্রিকেট ম্যাচ। যা পরিচালকদের দ্বারা পুরো সিনেমা পরিচালিত হওয়ার মতো ব্যাপার'। তবে এই বিবৃতিতে এখনও পর্যন্ত কোনও সই নেই সঞ্জীব চাওলার। তবে তিনি এটা স্পষ্ট ভাবে জানিয়েছেন যে ম্যাচ-গড়াপেটায় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া জড়িয়ে থাকায় প্রাণের আশঙ্কা থেকে যায় সব সময়। তিনি নিজে গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার কথা মেনেও নিয়েছেন। পুলিসকে তিনি জানিয়েছেন,'এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। কারণ, যে সিন্ডিকেট বা মাফিয়ারা এর সঙ্গে যুক্ত, তারা বিপজ্জনক।' বেশি তথ্য ফাঁস করলে তাঁর যে প্রাণস়ংশয় ঘটবে, তা-ও পুলিশকে জানিয়েছেন তিনি। দিল্লির স্পেশাল সিপি,ক্রাইম প্রবীর রঞ্জন বলেছেন, 'যেহেতু ব্যাপারটা নিয়ে তদন্ত চলছে, তাই বিস্তারিত ভাবে কিছু বলা সম্ভব নয়।' ,সঞ্জীব চাওলার এই দাবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে। কেন হঠাৎ এই ধরনের দাবি করলেন কুখ্যাত জুয়াড়ি। এই সব কিছুই খতিয়ে দেখছে দিল্লি পুলিসের তদন্তকারী অফিসারেরা। তবে সকলের ভয় একটাই, কেঁচো খুড়তে গিয়ে সাপ না বেড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃঅবশেষে চূড়ান্ত হল দিন,১১ জুন থেকে শুরু হতে চলেছে লা লিগা

Share this article
click me!