কোহলি-হনুমাকে হারিয়ে কিছুটা চাপে টিম ইন্ডিয়া, লড়াই করছেন পন্থ-শ্রেয়স

ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট সিরিজ (Test Series)। মোহালিতে (Mohali) মুখোমুখি রোহিত শর্মা (Rohit Sharma) ও দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) দল। চা-বিরতিতে ভারতীয় দলের স্কোর ১৯৯ রানে ৪ উইকেট।
 

শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে মোহালিতে (Mohali) প্রথম টেস্টর প্রথম দিনে কিছুটা হলেও হতাশ ক্রিকেট প্রেমিরা। কারণ  কেরিয়ারের মাইলস্টোন শততম মাইলস্টোন টেস্ট  ম্য়াচেও বিরাট কোহলির (Virat Kohli) ব্য়াটে এল না প্রায় আড়াই বছর ধরে অপেক্ষায় থাকা সেঞ্চুরির। পাশাপাশি প্রথম সেশনে ২ উইকেট ও দ্বিতীয় সেশনে দুই ইউকেট হারিয়ে কিছিটা চাপে ভারতীয় ক্রিকেট দলও (Indian Cricket Team)। রান ভালো হলেও দলের প্রথম সারির ৪ জন ব্য়াটসম্য়ানকে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। হনুমা বিহারীর অর্ধশতরান ছাড়া এখনও পর্যন্ত বড় রান আসেনি কোনও ভারতীয় ব্য়াটসম্য়ানের ব্য়াটে। শততম টেস্টে বিরাট কোহলি করেন ৪৫ রান। চা-বিরতি পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের স্কোর ১৯৯ রানে ৪ উইকেট। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়র।

মোহালিতে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।। শুরুটা ভালোই করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। বেশ কিছু অনবদ্য শটও উপহার দেন রোহিত-মায়াঙ্ক। বিশেষ করে ঝোড়ো ব্য়াটিং করেন রোহিত। ৯ ওভারের মধ্যেই অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু তারপরও দলের ৫২ রানের মাথায় আউট হন রোহিত। লাহিরু কুমারা বলে  ২৯ রান করে আউট হন রোহিত শর্মা।  প্রথম উইকেট হারানোর পর ক্রিজে আসেন হনুমা বিহারি। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে এগিয়ে নিয়ে যান ভারতীয় দলের স্কোরকে। কিন্তু ২৮ রানের পার্টনারশিপ করার রই ভাঙে জুটি। ব্যক্তিগত ৩৩ রান করে এমবুলদেনিয়ার বলে আউট হন মায়াঙ্ক আগরওয়াল। ৮০ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। 

Latest Videos

এরপর নিজের কেরিয়ারের শততম মাইলস্টোন টেস্টে ব্য়াট করতে নামেন বিরাট কোহলি। হনুমা বিহারি ও বিরাট কোহলি  মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সাবধানী ব্য়াটিং করে আর কোনও উইকেট হারাননি। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতীয় দলের স্কোর ছিল ১০৯ রানে ২ উইকেট।  লাঞ্চের পরও বিরাট কোহলি ও হনুমা বিহারি মিলে ধীরে ধীরে ভারতীয় দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। অর্ধশতরানের পার্টনিরশিপ করেন তারা। নিজের অর্ধশতরান পূরণ করেন হনুমা বিহারি। অপরদিকে, ব্যাক্তিগত ৩৮ রানে পৌছতেই ৮ হাজার টেস্ট রানের মাইলস্টোন স্পর্শ করে ফলেন বিরাট কোহলি। ৯০ রানের পার্টনারশিপ করার পর জুটি ভাঙে বিরাট ও হননুমার। ১৭০ রানে তৃতীয় উইকেট পড়ে ভারতের। ব্যক্তিগত ৪৫ রান করে এমবুলদেনিয়ার বলে আউট হন তিনি। 

পার্টনারশিপ ভাঙতেই ক্রিজে বেশি সময় থাকতে পারনেনি  হনুমা বিহারি। ১৭৫ রানে চতুর্থ উইকেট পড়ে টিম ইন্ডিয়ার। ব্যক্তিগত ৫৮ রান করে বিশ্ব ফার্নান্ডোর বলে আউট হন হনুমা বিহারী। এরপর ইনিংসের রাশ ফের ধরেন উইকেট রক্ষক ব্যাটসম্য়ান ঋষভ পন্থ ও মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়র। নিজের স্বভাবজাত আক্রমণাত্মক শট খেলেন পন্থ। উইকেট বাঁচিয়ে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স। চা-বিরতির আগে পর্যন্ত ২৪ রানের পার্টনারশিপ করে ফেলেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়র। এই জুটির উপর ভর করেই বড় স্কোর করতে চাইছে টিম ইন্ডিয়া।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের