ভারতীয় টেস্ট দল থেকে বাদ পুজারা-রাহানে-ঋদ্ধি, দরজা কী বন্ধ হল চিরতরে

শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি২০ (T20) ও টেস্ট সিরিজের (Test Series) জন্য ভারতীয় ঘোষণা করল বিসিসিআই (BCCI)। টি২০ সিরিজে  দলে নেই বিরাট কোহলি (Virat Kohli)ও ঋষভ পন্থ (Rishabh Pant)। এছাড়া টেস্ট দল থেকে বাদ পড়লেন চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara),অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।

২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ। প্রথম টেস্টে হারের পর পিতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। চোট-আঘাত জর্জরিত গোটা ভারতীয় দল। প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল অজিঙ্কে রাহানের (Ajinkya Rahane)নেতৃত্বে টিম ইন্ডিয়া। সিরিজে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে অনবদ্য ব্যাটিং করেছিলেন চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara)। অজি পেস অ্যাটাকের সামনে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছিলেন পুজারা সিরিজ শেষে তৎকালীন ভারতীয় কোচ তারে সত্যিকারের 'যোদ্ধা' বলে আখ্যা দিয়েছিলেন। দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছিল পুজারা, রাহানেরা। কিন্তু এক বছরের মধ্যেই বদলে গেল চিত্রটা। লাগাতার ব্য়াট হাতে রানের খরা, একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কার (Sri Lanka)বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে (Test Series) ভারতীয় দল (Indian Cricket Team)থেকে বাদ পড়লেন অজিঙ্কে রাহানে ও চেতেশ্বর পুজারা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ যে তাদের কাছে শেষ সুযোগ ছিল তা পুজারা ও রাহানেও ভালো করে জানত। কিন্তু সেখানেও ব্যর্থ হন তারা। সফরে তিনটি টেস্ট ম্য়াচের ৬ ইনিংসে চেতেশ্বর পুজারার স্কোর ০, ১৬, ৩, ৫৩, ৪৩, ৯।  অর্থাৎ পুরো সিরিজে একটি অর্ধশতরান ছাড়া কোনও বড় স্কোর নেই। অপরদিকে তিনটি ম্য়াচের ৬টি ইনিংসে রাহানের স্কোর ৪৮, ২০, ০ , ৫৮, ৯ ,  ১।  রাহানেরও একটি অর্ধশতরান ছাড়া কোনও বড় স্কোর ছিল না। তারপরই তাদের ললাট লিখন স্পষ্ট হয়ে যায়। শনিবার আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য টেস্ট দল ঘোষণা করা হয়ে সেখানে নাম নেই ভারতীয় দলের দীর্ঘ দিনের দুই 'সৈনিক' অজিঙ্কে রাহানে ও চেতেশ্বর পুজারার। ফলে শ্রীলহ্কার বিরুদ্ধে এই দুজনের জায়গায় ভারতীয় দলের টেস্টের মিডল অর্ডারে কারা সুযোগ পান সেটাই দেখার।

Latest Videos

প্রসঙ্গত, আইপিএলল নিলামেও দল পাননি পুজারা। রঞ্জিতেও তাঁর সঙ্গী একরাশ হতাশা আর ব্যর্থতা। যেখানে অজিঙ্কা রাহানে রঞ্জিতে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে রয়েছেন, সেখানে পূজারার সে রকম কোনও উদ্যোগই চোখে পড়েনি। মুম্বইয়ের বিরুদ্ধে ৪ বল খেলে শূন্য রান করে মোহিত অবস্তির বলে এলবিডব্লু হন পূজারা। অজিঙ্কা রাহানেকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। নিঃসন্দেহে রাহানের এটা একটা বড় মোটিভেশন। যদিও রাহানেও টেস্ট দল থেকে বাদ পড়েছেন। তবু লড়াই করার চেষ্টা করছেন তিনি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১২৯ রানের দুরন্ত একটি ইনিংসও খেলেছেন। ফলে রাহানে নির্বাচকদের নজরে থাকলেও, পুজারা রানে না ফিরলে তার দলে ফেরার রাস্তা আরও কঠিন হবে।

অপরদিকে, ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন বাংলার উইকেট রক্ষক  ব্য়াটসম্যান ঋদ্ধিমান সাহাও। বেশি সুযোগ না পাওয়া, সীমিত সুযোগ সবসময় কাজে লাগাতে না  পারা। যার ফলে  বেশ কিছু দিন ধরেই তার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শোনা যায়, ভারতীয় টেস্ট দলের (Indian Test Team)দরজা বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়েছে ঋদ্ধিকে। ভবিষ্যতের লক্ষ্যে  ভারতীয় দলের টিম ম্য়ানেজমেন্ট আর ঋদ্ধির কথা ভাবছে না। ৩৭ বছরের ঋদ্ধিমান সাহার পরিবর্তে  দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দক্ষিণের কে এস ভরতকে এগিয়ে রাখার কথাও নাকি ঋদ্ধিকে জানিয়ে দেওয়া হয়েছে। রঞ্জি ট্রফিতে ঋদ্ধির না খেলার সিদ্ধান্ত সেই জল্পনা আরও বাড়িয়েছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। 

আরও পড়ুনঃসাদা বলের পর এবার লাল বলেও রোহিত রাজ, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হলেন 'শর্মাজি'

আরও পড়নঃশ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্ট ও টি২০ দলে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড

আরও পড়ুনঃরবিবাসরীয় ইডেনে ফিরছে দর্শক, বাড়ানো হল মেট্রোর সংখ্য়া

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দল ঘোষনা করেছে বিসিসআই। ৪ মার্চ থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। এক ঝলকে  দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্টে দলের সম্পূর্ণ স্কোয়াড।

ভারতের টেস্ট দল-
রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্ত, কেএস ভরত, রবিচন্দ্র অশ্বিন (ফিটনেসের উপর), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), মহম্মদ শামি, মহম্মদ শামি, উমেশ যাদব এবং সৌরভ কুমার (উত্তরপ্রদেশের স্পিনার)।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar