ইডেনে ভারতের দাপটে ধরাসায়ী ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি-২০তে জয় রোহিতদের

Published : Feb 16, 2022, 11:48 PM IST
ইডেনে ভারতের দাপটে ধরাসায়ী ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি-২০তে জয় রোহিতদের

সংক্ষিপ্ত

ইডেনে অব্যাহত রইল রোহিতদের দাপট। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৮ রানের টার্গেটে রীতিমত ঝড় তোলে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ওয়েস্টইন্ডিজকে প্রথম টি-২০ ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দেয় ভারত। ১-০ ম্যাচে এগিয়ে রয়েছে ভারত। 

ইডেনে গার্ডেন্সে (Eden Gardens) অব্যাহত রইল রোহিতদের দাপট। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) দেওয়া ১৫৮ রানের টার্গেটে রীতিমত ঝড় তোলে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ওয়েস্টইন্ডিজকে প্রথম টি-২০ (T-20) ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দেয় ভারত। ১-০ ম্যাচে এগিয়ে রয়েছে ভারত (India)। 

টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত। কারণ রাতের ইডেনে শিশির একটি বড় সমস্যা। বল হাতে প্রথম থেকেই ভারতের দাপট ছিল দেখার মত। কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছিল। তাজের জুটি ৪৭ রান করে। জুটি ভাঙেন যুজবেন্দ্র চহাল। সব মিলিয়ে ভারতকে ১৫৮ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। 

ভারতের হতে ঝড় তোলেন রোহিত শর্মা ঈশান কিশন। ৭ ওভানে ৬৩ রান তোলেন তাঁরা। রোহিত ১৯ বলে করেন ৪০ রান। তাঁকে ফিরিয়ে দেন চেজ। তারপর দলকে এগিয়ে নিয়ে যায় বিরাট কোহলি ও ঈশান। ঈশানের ২৪ বলে ৩৫ রান ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তাঁকে ফেরান চেজ। এদিনও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি পন্থ। ৮ বলে ৮ রান করেন তিনি। শেষে সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আয়ার ভারতেকে প্রতীক্ষিত জয় এনে দেন। প্রথম টি২০ ম্যাচে ১-০ তে এগিয়ে গেল ভারত। পরের খেলা শুক্রবার। তৃতীয় ম্যাচ রবিবার। দুটিতেই জিততে চাইছে ভারত।

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
'শান্ত থাকা মানেই নীরব নয়, নিয়ন্ত্রণ,' ইনস্টাগ্রাম পোস্ট স্মৃতি মন্ধানার