
একেই বলে হয়তো হাতে নাতে পুরস্কার বা ফলাফল। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জীবনেপ সেরা বোলিং করেছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা। তার আগুনে স্পেল সামলাতে গিয়ে তাসের ঘরের মত ভেঙে পড়েছে ইংল্য়ান্ডের ব্যাটিং লাইনআপ। ওভালে তারকাখোচিত ইংল্যান্ড ব্যাটিং লাইনআপের মেরুদন্ডটাই ভেঙে দেন জসপ্রীত বুমরা। ৭.২ ওভার বল করে ৩ টি মেডেন ও ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। ৬ উইকেটের মধ্যে রয়েছে জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি ও ব্রিডন কার্স। এই ঐতিহাসিক পারফরম্য়ান্সের পর তার পুরস্কারও সঙ্গে সঙ্গ পেলেন ভারতীয় তরকা পেসার। আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে একদিনের ক্রিকেটে শীর্ষস্থান অধিনাকাপ করলেন বুমরা।
এর আগেও একদিনের ক্রিকেটে এক নম্বর স্থানে ছিলেন জসপ্রীত বুমরা। মোট ৭৩০ দিন এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার ছিলেন তিনি। যা একটি রেকর্ড। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তাকে সরিয়ে শীর্ষস্থান অধিকার করেছিলেন কিউই তারকা পেসার ট্রেন্ট বোল্ট। এবার ফের নিজের হারানো সিংহাসন পুনরুদ্ধার করলেন বুম বুম। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্য়াচে অনবদ্য পারফরম্যান্সের পরই ব়্যাঙ্কিংয়ে এই লাফ দিলেন বুমরা। টেস্ট ক্রিকেটেও বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় পেসার। যা তার কেরিয়ারের সেরা। এমন রেকর্ড ব্রেকিং পারফরম্যান্সের পরের দিনই একদিনের আইসিসির বোলারদের ব়্য়াঙ্কিংয়ে শীর্ষস্থানে বুমরার উঠে আসাকে উপহার হিসেবেই দেখছেন বুমরা ভক্তরা।
আরও পড়ুনঃবুমরা ছাড়া আর কোন ভারতীয় বোলাররা একটি ওডিআইতে নিয়েছেন ৬টি উইকেট, দেখুন প্রথম ১০-এর তালিকা
আরও পড়ুনঃওভালে বুমরার আগুনে স্পেলে রেকর্ডের ছড়াছড়ি, জেনে নিন কোন কোন রেকর্ড গড়লেন বুম বুম
প্রসঙ্গত, প্রথম একদিনের ম্যাচে ইংল্য়ান্ডকে হেলায় উড়িয়ে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ম্য়াচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জস্রপ্রীত বুমরা, মহম্মদ শামি, প্রসিদ্ধা কৃষ্ণা ভারতীয় পেস অ্যাটাকের ত্রিফলার সামনে গুড়িয়ে যায় ইংল্য়ান্ডের ব্য়াটিং। মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জস বাটলারে ৩০ ও ডেভিড উইলির ২১ রানের ইনিংস ছাড়া কোনও ব্য়াটসম্যান ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। জেসন রয়, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন তো খাতাই খুলতে পারেননি। ভারতের হয়ে কেরিয়ারের সেরা পারফরম্যান্স করেন জসপ্রীত বুমরা। ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। এছাড়া ৩ উইকেট নেন মহম্মদ শামি ও ১ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারেই কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। ৫৮ বলে ৭৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন রোহিত শর্মা, ৩১ রান করে অপরাজিত থাকেন শিখর ধওয়ান। এবার লর্ডসে সিরিজ জয়ের লক্ষ্যে নামতে প্রস্তুত রোহিত ব্রিগেড।