ম্যাঞ্চেস্টারে মেগা ফাইনাল, ভারত ও ইংল্যান্ডের রণনীতি থেকে ম্য়াচ প্রেডিকশন, জানুন বিস্তারিত

Published : Jul 16, 2022, 07:15 PM IST
ম্যাঞ্চেস্টারে মেগা ফাইনাল, ভারত ও ইংল্যান্ডের রণনীতি থেকে ম্য়াচ প্রেডিকশন, জানুন বিস্তারিত

সংক্ষিপ্ত

ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) একদিনের সিরিজে বর্তমান ফল ১-১।  রবিবার ম্যাঞ্চেস্টারে (manchester) সিরিজের শেষ একদিনের ম্যাচে মুখোমুখি রোহিত শর্মা (Rohit Shaarma)ও জস বাটলারের (Jos Buttler)দল। সিরিজ জিততে মরিয়া দুই দল।   

ইংল্যান্ডের প্রথম একদিনের ম্যাচে ব্য়াটে বলে দাপট দেখিয়ে ১০ উইকেটে জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ম্য়াচে কামব্যাক করে জস বাটলারের দল। ১০০ রানে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে ইংল্যান্ড। এবার রবিবার ১৭ জুলাই সিরিজের শেষ ও ডু অর ডাই ম্যাচ। ম্যাঞ্চেস্টার ওল্ড ট্রাফর্ডে ভারত বনাম ইংল্য়ান্ডের একদিনের সিরিজের ফাইনাল ম্যাচের আগে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। দ্বিতীয় ম্যাচ জিতেই লর্ডসে ৬ উইকেট নেওয়া রিসি টপলে সিরিজ জয়ের হুঙ্কার দিয়ে রেখেছেন। অপরদিকে, দ্বিতীয় ম্যাচে হার থেকে শিক্ষা নিয়ে সিরিজে ঘুড়ে দাঁড়াকে মরিয়া রোহিত শর্মার দলও। সব মিলিয়ে ম্যাঞ্চেস্টারে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

আত্মবিশ্বাসী ইংল্য়ান্ড শিবির-
প্রথম ম্য়াচে ১১০ রানের অলআউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ১০০ রানে জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে ইংল্যান্ড দলের। তবে সিরিজ নির্ণায়ক ম্য়াচে নামার আগে এখনও ব্যাটিং লাইনআপের ফর্ম কিন্তু কিছুটা চিন্তায় রেখেছে ইংল্য়ান্ড টিম ম্যানেজমেন্টকে। কারণ দ্বিতীয় ম্য়াচেও বড় স্কোর করতে ব্যর্থ হয়েছিল ইংল্য়ান্ড। ২৪৬ রানে অলআউট হয়ে ছিল জস বাটালারের দল। মইন আলি , ডেভিড উইলি শেষের দিকে রান না করলে তাও হত না। আর ২৪৬ রানও এমন কিছু আহামরি নয়। ভারতীয় দলও ব্যাটিং ভরাডুবির কারণেই ম্য়াচ হারে। তাই শেষ ম্য়াচে নামার আগে জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকল, জস বাটলাররা নিজেদের যাবতীয় ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেছে। তবে দ্বিতীয় ম্য়াচে ইংল্যান্ড বোলিং লাইনআপের পারফরম্যান্স স্বস্তি দিয়েছে দলকে। ফলে ঘরের মাঠে একদিনের সিরিজ জয়ের বিষয়ে আশাবাদী ব্রিটিশ লায়ন্সরা।

লড়াই দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া-
টেস্ট ম্য়াচে হারের পর সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে টি২০ সিরিজ জিতেছে ভারত। এবার একদিনের সিরিজে মাঝে একটি ম্য়াচ হারলেও তা মাথায় না রেখে ফাইনাল ম্য়াচে নিজেদেল সর্বশক্তি দিয়ে ঝাপাতে মরিয়া টিম ইন্ডিয়া। ব্যাটিং লাইনে বিরাট কোহলির ফর্ম চিন্তার কারণ হলেও, রোহিত শর্মা, শিখর ধওয়ান, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ারা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন। বিরাট কোহলিও বড় মঞ্চে আরও একবার নিজেকে প্রমাণ করতে চাইছেন। বোলিং লাইনআপে অবশ্য মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, প্রসিদ্ধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহলরা ছন্দেই রয়েছেন। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করছেন রবীন্দ্র জাদেজা। ফলে দ্বিতীয় ম্যাচের ধাক্কা খেতে হলেও, ফাইনালে বিনা লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ভারতীয় ক্রিকেট দল। টি২০ সিরিজের পর একদিনের সিরিজেও ব্রিটিশদের ঘরের মাঠে হারাতে মরিয়া টিম ইন্ডিয়া।

ম্যাচ প্রেডিকশন-
ভারত ও ইংল্যান্ড দুই দলই সিরিজে একটি করে ম্যাচ জিতেছে। দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের তুলনা করলে খুব একটা তফাৎও নেই। তবে ভারতী স্পিন অ্যাটাকা এগিয়ে ইংল্যান্ডের থেকে। ম্যাঞ্চেস্টারের পিচও ব্যাটিংয়ের পক্ষে সহায়ক। তবে এই ম্যাচে কোন দল এগিয়ে তা বলা সত্যিই খুব কঠিন। তবে দুই দলের তুল্য-মূল্য বিচার করে ভারতকেই কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃরানে ফিরতে এবার ভগবানের কাছে বিরাট কোহলি, লন্ডনে অনুষ্কাকে নিয়ে শুনলেন কীর্তন

আরও পড়ুনঃনারী সঙ্গ থেকে রাজকীয় জীবন যাপন, দেখুন লোলিত মোদীর বিতর্কিত ছবিগুলি
 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে