শক্তিশালী ভারতের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে হংকং, জানুন ম্যাচ প্রেডিকশন

এশিয়া কাপের (Asia Cup 2022) গ্রুপ পর্ববের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও হংকং (India vs Hong Kong)। ম্যাচ জয়ের বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী রোহিত শর্মার (Rohit Sharma) দল। লড়াই দিতে প্রস্তুত নিজাকত খানের (Nizakat Khan) দল।
 

Web Desk - ANB | Published : Aug 30, 2022 1:38 PM IST / Updated: Aug 30 2022, 07:34 PM IST

বুধবার এশিয়া কাপ ২০২২-এ ফের মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। এবারর প্রতিপক্ষ টিম ইন্ডিয়ার তুলনায় অনেকটাই দুর্বল হংকং। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছিল রোহিত শর্মার দল। ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিলেন হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমাররা। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে সুপার ফোরের টিকিট পাকা করার বিষয়ে আত্মবিশ্বাসী মেন ইন ব্লুরা। অপরদিকে যোগ্যতা অর্জন পরব্ খেলে এশিয়া কাপের মূল পর্বে পৌছেছে অধিনায়ক নিজাকাত খানের হংকং। ২০১৮ সালেও এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল তারা। ভারতের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত হংকং।

ভরতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা-
প্রথম ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে দলে পরিবর্তনের পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে উইনিং কম্বিনেশন ভেঙে দলে খুব একটা পরিবর্তন করার পক্ষপাতি নন কোচ রাহুল দ্রাবিড়। একনাত্র পরিবর্তন বলতে ঋষভ পন্থ দসলে ফিরতে পারেন। সেই জায়গায় নয় দীনেশ কার্তিক অথবা আবেশ খানকে বসতে হতে পারে। সম্ভাবনা বেশি আবেশ খনের বসার। কারণ পঞ্চম বোলার হিসেবে অলরাউন্ডার হার্দিক পান্ডয়া পুরো সার্ভিস দিতে প্রস্তুত। এছাডড়া দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা চাইবেন হংকংয়ের বিরুদ্ধে বড় ইনিংস খেলে ফর্মে ফেরার জন্য। বলাররাও নিজেদের আরেকবার ঝালিয়ে নিতে চাইবেন।  ফলে হংকংয়ের বিরুদ্ধে সুপার ফোর রাউন্ডের অনুশীলনটা সেরে রাখতে চাইছে টিম ইন্ডিয়া। তেব প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছে না গোটা দল। সেরা ক্রিকেট খেলেই জয় চাউছে ভারত।

লড়াই দিতে প্রস্তুত হংকং-
ভারতের বিরুদ্ধে যে তাদের লড়াইটা অনেকটাই অসম তা ভালো করেই জানে হংকং দল। বড় দলের বিরুদ্ধে না খেললেও শেষ তিনটি ম্যাচে জয় পেয়েছে নিজাকত খানের দল। ফলে আত্মবিশ্বাসে খুব একটা ঘাটতি নেই হংক। এশিয়া কাপ অভিযান শুরু করার আগে অনুশীলনে ব্যাটি-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই নিজেদেরে সেরাটা দিয়েছে গোটা দল। বরাবর আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করে হংকং দল। ধারে-ভারে তারা পিছিয়ে থাকলেও বিশ্ব ক্রিকেটের শক্তিধর দেশের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তত হংকং। অঘটন ঘটানোই তাদের লক্ষ্য।

ম্য়াচ প্রেডিকশন-
হংকংয়ের থেকে ভারতীয় ক্রিকেট দল যে ব্যাটিং-বোলিং সব বিভাগেই অনেকটা শক্তিশালী তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ফলে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল সহজেই জিতে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃরোহিত-বাবর থেকে শাকিব, জানুন এশিয়া কাপে ৬টি দেশের অধিনায়কদের বেতন কত

আরও পড়ুনঃ'সারা'-র সঙ্গে ডিনার ডেটে শুবমান গিল, নেট দুনিয়ায় ঝড় তুলল ভাইরাল ভিডিও, দেখুন আপনিও

Read more Articles on
Share this article
click me!