
রবিবার কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa)মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের (ODI SERIES) তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। প্রথম ম্যাচে ৩১ রানে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে আয়োজকরা। টেস্টের পর ওয়ান ডে সিরিজ জিতে আত্মবিশ্বাসে ভরপুর প্রোটিয়া ব্রিগেড। সিরিজে ৩-০ করাই লক্ষ্য টেম্বা বাভুমার (Temba Bavuma)দল। অপরদিকে, সিরিজের তৃতীয় ম্যাচ জিতে সম্মানরক্ষা করা ও জয় দিয়ে সফর শেষ করাই লক্ষ্য কেএল রাহুলের (KL Rahul)দলের। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে। টস হবে দুপুর ১.৩০ মিনিটে।
সম্মানরক্ষার ম্যাচ টিম ইন্ডিয়ার-
টেস্ট সিরিজেও দ্বিতীয় ম্য়াচে নেতৃত্বের দায়িত্ব সামলে দলকে জয় এনে দিতে পারেননি। ওয়ান ডে সিরিজেও বিধেছে সিরিজে হারের কাঁটা। ফলে অধিনায়কত্ব প্রাপ্তিটা খুব একটা সুখকর হয়নি কেএল রাহুলের। কোচ হিসেবে প্রথম একদিনের সিরিজে হার দিয়ে শুরু করতে হল রাহুল দ্রাবিড়কও। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ও সম্মানরক্ষার ম্যাচ জয় দিয়েই শেষ করতে চাইছেন টিম ইন্ডিয়ার দুই 'রাহুল'। তৃতীয় ম্যাচে দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। ব্যটিংয়ে সুযোগ দেওয়া হতে পারে ঋতুরাজ গায়কোয়াড় ও সূর্যকুমার যাদবকে। ইশান কিশানকেও সুযোগ দেওয়ার ভাবনা থাকতে পারে টিম ম্যানেজমেন্টের। বোলিংয়েও দীপক চাহার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু সিরিজে ২-০ পিছিয়ে রয়েছে দল, খুব বেশি পরিবর্তনে দল যাবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থাকছে। জয় দিয়ে সিরিজ শেষ করাই প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার।
৩-০ করার লক্ষ্য প্রোটিয়ারা-
২০১৮ সালে ঘরের মাঠে একদিনের সিরিজে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচের সিরিজ ৫-১ ব্যবধানে জিতেছিল তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দল। সেই হারের বদলা নেওয়ার কথা এবারের ওডিআই সিরিজ শুরুর আগেই বলেছিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই পূরণ করেছেন তিনি। এবার সিরিজে ভারতে ৩-০ ব্যবধানে হারানোই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। প্রথম দুটি ম্য়াচে ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং লাইনআপে ফর্মে রয়েছেন জানেমান মালান, কুইন্টন ডিকক, টেম্বা বাভুমা, আইডেন মার্করাম, ভ্যান ডার ডুসেনরা। বোলিংয়েও ভারতীয় ব্যাটসম্যানদের বারবার নাজেহাল করেছেন এনগিডি, সামসী, মাগালারা। তবে সিরিজ জিতে থাকায় দক্ষিণ আফ্রিকা দলও আজকের ম্যাচে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের সুযোগ দিতে পারে। তবে লক্ষ্য সিরিজে ১০০ শতাংশ জয়।