ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় কেমন থাকবে পারথের আবহাওয়া?

Published : Oct 29, 2022, 01:31 PM ISTUpdated : Oct 29, 2022, 01:57 PM IST
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় কেমন থাকবে পারথের আবহাওয়া?

সংক্ষিপ্ত

চলতি টি-২০ বিশ্বকাপে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছে একাধিক ম্যাচ। ফলে সব দলের কাছেই এখন আতঙ্কের নাম বৃষ্টি।

টি-২০ বিশ্বকাপে প্রথম ২ ম্যাচেই জয় এসেছে। রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমি ফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করে নেওয়াই রোহিত শর্মা, বিরাট কোহলিদের লক্ষ্য। তবে এই ম্যাচের আগে প্রতিপক্ষের চেয়েও আবহাওয়া নিয়েই বেশি ভাবতে হচ্ছে ভারতীয় দলকে। কারণ, রবিবারও পারথে সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হতে পারে। এরপর সারাদিন মেঘলা থাকতে পারে আকাশ। স্থানীয় সময় অনুযায়ী রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু সন্ধে ৭টা থেকে। সেই সময় অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সারাদিন মেঘলা আকাশ থাকায় আউটফিল্ডের কী অবস্থা থাকবে, সেটা নিয়ে সংশয় রয়েছে। শুক্রবার মেলবোর্নে দু'টি ম্যাচই পরিত্যক্ত হয়ে যায়। তার মধ্যে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ করা সম্ভব হয়নি খারাপ আউটফিল্ডের জন্য। ফলে রবিবার ম্যাচের সময় পারথের অবস্থা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।

চলতি টি-২০ বিশ্বকাপে বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকা-জিম্বাবোয়ে ম্যাচ ভেস্তে যায়। তার ফলে পয়েন্ট ভাগ করে নিতে হয় দু'দলকে। ভারতীয় দলকে অবশ্য এখনও তেমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু শেষপর্যন্ত ভালভাবেই হয় ম্যাচ। ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও বৃষ্টি হয়নি। দু'টি ম্যাচই সহজে জিতে নেন বিরাটরা। ফলে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে। সুপার ১২ গ্রুপ ২ থেকে সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারতের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে দল জিতবে, তারা সেমি ফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার এই লড়াইয়ে ভারতীয় দলে বদল হওয়ার সম্ভাবনা কম। গত দুই ম্যাচে যে দল খেলেছে, সেই দলকেই রবিবার পারথে দেখা যেতে পারে। ভারতের সম্ভাব্য দল-রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও আর্শদীপ সিং। 

বিরাট অসাধারণ ব্যাটিং করছেন। রোহিতও গত ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। সূর্যকুমারও ফর্মে আছেন। কিন্তু ভারতীয় দলের ওপেনার রাহুলকে নিয়ে টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা কিছুতেই কমছে না। পরপর দুটো ম্যাচে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। কিন্তু বিকল্প ওপেনার হিসেবে দলে কেউ না থাকায় রাহুলকেই খেলাতে হচ্ছে। তিনি যদি টানা ব্যর্থ হন, তাহলে দল সমস্যায় পড়বে।

আরও পড়ুন- 

বিরাট-সূর্যকুমারকে দেখে শেখো, বাবরদের কড়া সমালোচনায় সলমন বাট 

 

ভারত অপরাজেয় নয়, আগামী সপ্তাহেই ছিটকে যাবে, দাবি শোয়েব আখতারের 

 

টি-২০ বিশ্বকাপে “রেইনি ডে”, ভেস্তে গেল জোড়া ম্যাচ

PREV
click me!

Recommended Stories

T20 World Cup 2026: কোথায় গেল উতলে ওঠা দরদ? বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে ডিগবাজি পাকিস্তানের
BCCI Annual Contract: কোহলি-রোহিতের জন্য দুঃসংবাদ? বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় পরিবর্তনের প্রস্তাব আগরকারের