
প্রথম দুটি টি২০ (T20) ম্য়াচ জিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। রবিববাসরীয় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সিরিজের শেষে ও নিয়মরক্ষার ম্য়াচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মা (Rohit Sharma) ও কায়রন পোলার্ডের (Kieron Pollard) দল। নিয়মরক্ষার ম্য়াচ হলেও, আজকের ম্য়াচ ঘিরে তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা অনেকটাই বেশি। কারণ রবিবার ক্রিকেটের নন্দন কাননে ফিরতে চলেছে দর্শক। ২৫ থেকে ৩০ হাজার দর্শকের সামনে টি২০ সিরিজে ক্যারেবিয়ানদের হোয়াইট ওয়াশ (whitewash) করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)। অপরদিকে সম্মান রক্ষার ম্য়াচ জিতে হাসি মুখে সিরিজ শেষ করতে মরিয়া কায়রন পোলার্ড, নিকোলাস পুরানরা। ফলে রবিবার ইডেনে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। রবিবার ম্য়াচের জন্য রাতে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্য়াও।
ভারতের লক্ষ্য হোয়াইট ওয়াশ-
একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল রোহিত শর্মার দল। টি২০ সিরিজেও ২টি ম্য়াচ জেতা হয়ে গিয়েছে। রবিরার ইজেনে একদিনের সিরিজের পুনরাবৃত্তি করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। ব্য়াটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া। তবে ফিল্ডিং নিয়ে একটু চিন্তায় রয়েছে টিম ম্য়ানেজমেন্ট। কারণ দ্বিতীয় ম্য়াচ জিতলেও ২ থেকে ৩টি ক্য়াচ ফেলায় জয়ের রাস্তা কঠিন হয়েছিল। ম্য়াচ হারতেও হতে পারত। ক্যাচ মিস নিয়ে উদ্বেগ শোনা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মার গলাতেও। দ্বিতীয় ম্য়াচেও মাঠেই বিরক্তি প্রকাশ করেছিলেন রোহিত শর্মা। তবে তৃতীয় টি২০ ম্য়াচে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তনও। বিরাট কোহলি, ঋষভ পন্থ না থাকায় সেই জায়গায় রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে পারেন রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। দলে সুযোগ পেতে পারেন শ্রেয়স আইয়র, রুতুরাজ গায়কোয়াড়, আবেশ খানরা। তবে দলে পরীক্ষা চললেও ৩-০ সিরিজ জেতাই মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার।
জয় দিয়ে সফর শেষ করতে চায় ক্যারেবিয়ানরা-
ভারতে সীমিত ওভারের সিরিজ খেলার আগে ইংল্যান্ডকে হারিয়ে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। মনে করা হয়েছিল ভারতের মাটিতে এসে যথেষ্ট লড়াই দেবে ক্যারেবিয়ানরা। কিন্তু গোটা সিরিজ জুড়ে কোন লড়াই দিতে পারেনি কারয়ন পোলার্ডরা। একদিনের সিরিজ হারতে হয়েছে ৩-০ ব্যবধানে। টি২০ সিরিজেও ২-০ ব্যবধানে পিছিয়ে। সফর শেষ ম্য়াচে প্রথম জয় পাওয়া ও জয় দিয়ে সিরিজ শেষ করাই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। ভারতের মতই ওয়েস্ট ইন্ডিজও টি২০ বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছে দল সেই কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন রভম্যান পাওয়েল। শেষ ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ দলও রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের সুযোগ দেওয়া হতে পারে।
আরও পড়ুনঃসাদা বলের পর এবার লাল বলেও রোহিত রাজ, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হলেন 'শর্মাজি'
আরও পড়ুনঃভারতীয় টেস্ট দল থেকে বাদ পুজারা-রাহানে-ঋদ্ধি, দরজা কী বন্ধ হল চিরতরে
আরও পড়ুনঃদল থেকে বাদ পড়ার পর বোমা ফাটালেন ঋদ্ধিমান সাহা,ফাঁস করলেন অন্দরের কথা
ম্য়াচ প্রেডিকশন-
সিরিজ জুড়ে ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্স করেছে ভারতীয় ক্রিকেট দল। কোনও বিভাগেই ভারতকে টক্কর দিতে পারেনি ক্যারেবিয়ানরা। বিশেষ করে ভারতের স্পিন অ্যাটাকের সামনে অসহায় দেখিয়েছে ওয়েস্ট ব্যাটিং লাইনআপকে। তৃতীয় ম্য়াচেও ভারতকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।