হোয়াইট ওয়াশের লক্ষ্যে টিম ইন্ডিয়া, সম্মানরক্ষা করতে কোন রণনীতি সাজাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

আজ একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। ২ ম্য়াচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। এবার হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য শিখর  ধওয়ানের  (Shikhar Dhawan)দলের। 
 

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজে তৃতীয় ম্য়াচে বুধবার বার মুখোমুখি হতে চলেছে দুই দল। ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচ একদিকে যেমন নিয়মরক্ষার, ঠিক তেমনই অধিনায়ক শিখর ধওয়ানের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তাদের হোয়াইট ওয়াশ করা হাতছানি। ফলে তৃতীয় ম্য়াচেও জয় ছাড়া অন্য কিছু ভাবতে নারা ভারতীয় দল। অপরদিকে, প্রথম দুটি ম্যাচে লড়াই করেও হারের মুখ দেখতে হয়েছে ক্যারেবিয়ানদের। তৃতীয় ও প্রেস্টিজ রক্ষার ম্যাচে জয় পেতে মরিয়া নিকোলাস পুরানের দল। ঘরের মাঠে চুনকাম হওয়ার লজ্জার হাত থেকেও বাঁচার লড়াই আজ। ফলে পোর্ট অফ স্পেনে তৃতীয় একদিনের ম্য়াচেও আরও একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 

ভারতের লক্ষ্য হোয়াইট ওয়াশ-
পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে যাওয়ায় বুধবারের ম্য়াচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন হতে পারে। কারণ টি২০ সিরিজে দলের সিনিয়র ও তারকা প্লেয়াররা ফিরছে ফলে সেখানে তরুণদের খুব একটা সুযোগ দেওয়া যাবে না। তাই তৃতীয় একদিনের ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চে ক্রিকেটারদের সুযোগ দিয়ে  দেখে নিতে চান কোচ রাহুল দ্রাবিড়। যদিও শক্তিশালী দল নিয়ে সিরিজ ৩-০ করার লক্ষ্য থেকে সরে আসতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলের ব্যাটিং লাইআপে সূর্যকুমার যাদব বাদে অন্য়ান্য সকলেই কমবেশি রান করেছে প্রথম দুই ম্যাচে। তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদব রানে ফিরতে মরিয়া। তবে বোলিং লাইনআপ দুই ম্যাচেই তিনশোর উপর রান দিয়েছে সেই জায়গায় আরও ভালো পারফর্নম করতে মরিয়া শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহালরা।

Latest Videos

শেষ ম্যাচে জয় চাইছে ক্যারিবিয়ানরা-
প্রথম ও দ্বিতীয় ম্য়াচ জয়ের দোরগোরায় গিয়েও থামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। যার একটা হতাশা রয়েছে।  আজ সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেতে মরিয়া নিকোলাস পুরানের দলের। প্রথম দুটি ম্য়াচে অনবদ্য ব্য়াটিং করেছে ক্যারিবিয়ানরা। সাই হোপ, কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং থেকে অধিনায়ক নিকলাস পুরান সকলেই রানের মধ্যে রয়েছে। তবে বোলিং লাইনআপের ব্যর্থতার জন্য হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। আলজারি জোসেফ ও জেডন সিল ভালো বোলিং করলেও তৃতীয় ম্যাচে নিজেদের সেরাটা দিতে মরিয়া রোমারিও শেফার্ড, আকিল হোসেন ও কাইল মেয়ার্সরা। সব মিলিয়ে নিয়মরক্ষার ম্যাচ জিতে হাসি মুখে সিরিজ শেষ করাই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ দলের।

ম্য়াচ প্রেডিকশন-
প্রথম দুটি ম্যাচে লড়াই করে হলেও শেষে জয় পেয়েছে ভারতীয় দল। এছাড়া দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-গভীরতা ও ভারসাম্য বিচার করলে শিখর ধওয়ানের দলকে অনেকটাই এগিয়ে রাখতেই হচ্ছে। তাই তৃতীয় একদিনের ম্যাচেও টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃশুধু নীরজ চোপড়া নয়, মোট ১১ জন তারকা ভারতীয় অ্যাথলিট নেই কমনওয়েলথ গেমসে

আরও পড়ুনঃকমনওয়লথ গেমসে কোন ১০ জন ভারতীয় জিততে পারে পদক, দেখে নিন এক ঝলকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি