Asianet News BanglaAsianet News Bangla

মিশন টি২০ সিরিজ, ত্রিনিদাদে পৌছে গেলেন রোহিত-পন্থ-ডিকে-ভুবিরা

বুধবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের (Ind vs WI 2022) শেষ একদিনের ম্যাচ। সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এবার টি২০ সিরিজের (Team India) জন্য ত্রিনিদাদে পৌছে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থরা (Rishabh Pant)। 
 

Ind vs WI 2022 Rohit Sharma Rishabh Pant and others team India cricketers arrive in Trinidad for T20 Series spb
Author
Kolkata, First Published Jul 26, 2022, 9:04 PM IST

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে  ইতিমধ্যে একদিনের সিরিজ এক ম্য়াচ বাকি থাকতেই জিতে গিয়েছে ভারতী ক্রিকেট দল। ৩ ম্য়াচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। বুধবার সিরিজের  নিয়মরক্ষার ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে ভারত। সিরিজ জয় হয়ে যাওয়ায় তৃতীয় ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তনও হতে পারে। একদিনের সিরিজে ভারতীয় দলের একাধিক ক্রিকেটার বিশ্রাম দেওয়া হয়েছিল। শিখর ধওয়ানের নেতৃত্বে এই সিরিজ খেলেছে ভারত। তবে টি২০ সিরিজে দল ফিরবেন বিরাট কোহলি ও মহম্মদ শামি ছাড়া অন্যান্য ক্রিকেটাররা।  ৫ ম্য়াচে টি২০ সিরিজ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজে পৌছে গেলেন রোহিত শর্মা,ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমার, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব সহ ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা।

ভারতীয় ক্রিকেট দলের তিন ফর্ম্যাটের অধিনায়ক রোহিত শর্মা সহ সহ দলের অন্য়ান্য সদস্যদের ওয়েস্ট ইন্ডিজে পৌছানোর একটি ভিডিও শেয়ার করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। ভিডিওতে ভারতীয় ক্রিকেটারদের বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছে। ছুটি কাটিয়ে তাদের অনেকটাই সতেজ দেখিয়েছে। দল টিম বাসে হোটেলে পৌছানোর পর তাদের স্বাগত জানাতে এগিয়ে আসেন ভারতীয় দলের কোচিং স্টাফরা। সকলকে আড্ডা মারতেও দেখা যায় ভিডিও। আসন্ন টি২০ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ৫ ম্যাচের টি২০ সিরিজকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় ক্রিকেটাররা। কোন কোন ক্রিকেটাররা বিশ্বকাপের মূল দলে জায়গা পাবে তাদেরও এখন থেকেই বেছে নিতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড়। 

 

 

তবে দলের সঙ্গে দেখা যায়নি কেএল রাহুলকে। যেমনটা জানা গিয়েছিল চোট মুক্ত হয়ে নেটে অনুশীলন শুরু করলেও করোনা আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেননি ভারতীয় দলের সহ অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে দলে রাখা হয়েছিল কেএলরাহুলকে। তারকা ক্রিকেটারকে নেটেও দেখা গিয়েছিল ঝুলন গোস্বামীর বলে অনুশীলন করতে। কিন্তু তারপরই কোভিড পজেটিভ হন তিনি। কোভিড মুক্ত হয়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।

ভারত-ওয়েস্ট টি২০ সিরিজের সূচি (ভারতীয় সময় রাত ৮টা খেলা)-
প্রথম টি-২০, ২৯ জুলাই  (শুক্রবার)
দ্বিতীয় টি-২০,  ১ অগাস্ট (সোমবার)
তৃতীয় টি-২০,  ২ অগাস্ট (মঙ্গলবার)
চতুর্থ টি-২০,    ৬ অগাস্ট (শনিবার)
পঞ্চম টি-২০,   ৭ অগাস্ট (রবিবার)

আরও পড়ুনঃযাবতীয় সমালোচনার জবাব দিলেন বিরাট কোহলি, জানিয়ে দিলেন নিজের ভবিষ্যতের লক্ষ্য

আরও পড়ুনঃকার্গিল যুদ্ধে বন্দুক হাতে নামতে চেয়েছিলেন, নিজেই জানালেন শোয়েব আখতার
 

Follow Us:
Download App:
  • android
  • ios