ভারতীয় ক্রিকেট তারকাদের দীপাবলির শুভেচ্ছা, শব্দহীন দীপাবলির বার্তা সচিনের

Published : Oct 27, 2019, 01:51 PM ISTUpdated : Oct 27, 2019, 04:42 PM IST
ভারতীয় ক্রিকেট তারকাদের দীপাবলির শুভেচ্ছা, শব্দহীন দীপাবলির বার্তা সচিনের

সংক্ষিপ্ত

আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছা ক্রিকেটারদের লক্ষণ, শেহওয়াগ, হার্দিকরা জানালেন শুভেচ্ছা শব্দহীন দীপাবলির বার্তা সচিনের

রবিবার দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছেন। আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের তারকারা। রবিবার সকাল থেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেশের মানুষকে দীপাবলির শুভেচ্ছা জানাতে শুরু করেন শেহওয়াগ লক্ষণরা। 

 

আরও পড়ুন - আইপিএল সূত্রে দীপাবলির দিন ভারতীয় আবেগ উসকে দিলেন স্মিথ, ওয়ার্নার, গেইলরা

 

 

 

আরও পড়ুন - ভারত বাংলাদেশ ম্যাচে থাবা বসাতে পারে দিল্লির বায়ু দূষণ, চিন্তিত আয়োজকরা

 

 

 

আরও পড়ুন - বার্থ ডে বয়ের রুদ্ধশ্বাস শতরানে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় অস্ট্রেলিয়ার

 

 

 

 

দীপাবলি আলোর উত্সব। আর এই উত্সবে শব্দ দানবের হাত থেকে সবাইকে মুক্ত হওয়ার আবেদন সচিন তেন্ডুলকরের। তাই অভিনব কায়দায় শব্দহীন দীপাবলি পালনের বার্তা দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সচিনের শুভেচ্ছা বার্তা নেই কোনও আওয়াজ। 


তবে শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অন্য খেলার জগতের তারকারও। গোটা দেশকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ফুটবল দলও। 

 

 

 

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড