অবশেষে মিলল সবুজ সংকেত, ইংল্যান্ডে পরিবার নিয়ে যেতে পারবেন বিরাট-রোহিতরা

  • ৪ মাসের ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল
  • পরিবার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বিসিসিআই
  • তবে অপেক্ষা ছিল ইসিবি ও ব্রিটেন সরকারের অনুমতির জন্য
  • অবশেষে সফরে যাওয়ার আগে মিলে গেল সেই সবুজ সংকেত
     

১৮ জুন থেকে সাউদ্যাম্পটনে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে বিরাট কোহলিরর টিম ইন্ডিয়া। তারপর রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ ৫ ম্যাচের টেস্ট সিরিজ। দীর্ঘ ৪ মাসের ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেটাররা যাতে তাদের পরিবারকে নিয়ে যেতে পারে তার অনুমতি আগেই দিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অপেক্ষা ছিল শুধু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ও ব্রিটেন সরকারের অনুমতির। অবশেষে পাওয়া গেল সেই অনুমতি।

Latest Videos

বর্তমানে ব্রিটেনে কঠোরভাবে পালিত হচ্ছে কোয়ারেন্টাইন বিধি। প্রথম সারির প্লেয়াররা ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি নেই। কিন্তু যেহেতু ৪ মাসের জন্য টিম ইন্ডিয়া ইংল্যান্ডে যাচ্ছে তাই সেখানকার ক্রিকেট বোর্ড ও প্রশাসনের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারকে যাওয়ার অনুমতি নিয়ে আলোচনা চালাচ্ছিল। দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে অনুমতি দিল  ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ও ব্রিটেন সরকার। তবে প্লেয়ারদের মতই তাদের পরিবারকেও মানতে হবে কঠোর কোয়ারেন্টাইন ও বায়ো বাবলের নিয়ম। ফলে অবশেষে দলের সঙ্গে ইংল্যান্ডে যাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কে রাহানে, রবিচন্দ্রন অশ্বিনদের পরিবারও। বুধবার বিমানে উঠবে ভারতীয় ক্রিকেট দল। একইসময়ে ইংল্যান্ড সফরকারী ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। 

অপরদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সম্ভবত মাঠে উপস্থিত থাকছেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। কারণ তারাও যদি ইংল্যান্ডে যায় তাদেরও মানতে হবে     ১০ দিনের কোয়ারেন্টাইন নিয়ম। ফলে আইপিএল ও টি২০ বিশ্বকাপ নিয়ে নানাবিধ কাজের চাপের মধ্যে সেটা মানা সম্ভব নয়। তাই দেশে থেকেই সৌরভ ও জয় শাহকে দেখতে হবে নিউলিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে দীর্ঘ সফরে পরিবার সহ যাওয়ার অনুমতি মেলায় খুশি ভারতীয় ক্রিকেট দল।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News