অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মোদী-ভাগবতের উপস্থিতিতে অযোধ্যায় ভূমি পুজো হয়। রূপোর ইঁট গাঁথেন মোদী। তার আগে হনুমাগড়ি মন্দিরে পুজো দেন তিনি। পরে রামলালার দর্শন করেন। রামলালার সামনে ষাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় মোদীকে। মূল মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন আরএসএস প্রধান মোহন ভগবত, রামমন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস, উত্তরপ্রদেশের রাজ্যপাল অনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঞ্চ থেকে মোদীর বার্তা, ‘সরযূ নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হল। বহু দিনের প্রতীক্ষার অবসান হল। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হলাম। এত দিন রামলালা মাথা গুঁজে ছিলেন। এ বার তাঁর জন্য বিশাল মন্দির তৈরি হবে।’ এরপরই স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গে টেনে আনেন তিনি। বলেন, ‘রামমন্দির আজ মুক্ত হল। রামমন্দিরের জন্যও অনেকে বলি হয়েছেন। আজ তাঁদের প্রতীক্ষা শেষ হল।’
আরও পড়ুনঃআইপিএলের অপেক্ষায় ছটফট করছেন বিরাট, প্রহর গোনা শুরু আরসিবি অধিনায়কের
অযোধ্যায় রামনন্দিরের শিলান্যাসের দিন দেশের বিভিন্ন জায়গায় উৎসব পালিত হয়। দীর্ঘ এতবছরের লড়াইয়ে স্বার্থক হল বলে মনে করছেন অনেকেই। অযোধ্যায় রামমন্দিরের শিল্যানাসকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ সোশ্যাল মিডিয়ায় লেখেন,'সমস্যাগুলিকে দমন না করে সমাধান করা ও সংহতির দিকে পরিচালিত করাই উচিৎ। ভাগবান রাম অনাদিকাল থেকেই আমাদের পথপ্রদর্শক। আমাদের সকলকে কঠোর পরিশ্রম করা উচিত যাতে ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা ও সমৃদ্ধির মতো মূল্যবোধগুলি যা ভগবান রামকে প্রতিপন্ন করে!'
রামমন্দির নিয়ে প্রতিক্রিয়া দেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ানও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,'আজ দিনটিতে উৎসব পালন করা উচিৎ, এই দিনটি ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। রামন্দিরের সঙ্গে যুক্ত সকলকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।'
সোশ্যাল মিডিয়ায় রাম মন্দিরের ছিবি শেয়ার করে বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। রায়না লিখেছেন,'রামজন্মভূমি অযোধ্যাতে মহা রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ইচ্ছা এই দেশে ভ্রাতৃত্ব এবং শান্তি, শান্তি এবং সুখ বৃদ্ধি করবে।'
অযোধ্যায় রামন্দিরের শিল্যান্যাল উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শ্রীরাম ছবি শেয়ার করেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগও। একসঙ্গে সকলকে শুভেচ্ছাও জানান বীরু।
আরও পড়ুনঃবিশ্ব মহামীরার কারণে যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন নাদাল
আরও পড়ুনঃলকডাউনের কারণে ঘরবন্দি, দীর্ঘদিন বাবা-মাকে না দেখায় দুঃখ প্রকাশ ফেডেরারের