'কালা চশমা' গানে ভারতীয় ক্রিকেটারদের উদ্দাম নাচ, দেখুন নেট দুনিয়ায় ঝড় তোলা ভিডিও

একদিনের সিরিজে (ODI Series) জিম্বাবোয়েকে (Zimbabwe)৩-০ ব্যবধানে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তারপর ড্রেসিং রুমে ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricketers) উদ্দাম নাচ ভাইরাল (Viral)সোশ্যাল মিডিয়ায়।
 

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্য়াচের একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে আয়োজকদের হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবোয়েতে গিয়েও প্রতিপক্ষ দলের বিরুদ্ধে সিরিজে একশো শতাংশ জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ১৫টি ম্য়াচ জিতে রেকর্ডও করেছো ভারতীয় দল। ব্য়াট হাতে অনবদ্য পারফরম্যান্স করা সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন শুবমান গিল। তৃতীয় একদিনের ম্যাচে কেরিয়ারের প্রথম একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করেন শুবমান গিল। সিরিজ জয়ের পর ড্রেসিং রুমে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যেখানে উদ্দাম নাচতে দেখা গিয়েছে দলের বেশির ভাগ ক্রিকেটারদের।

 

Latest Videos

 

ভারতীয় দলের তারকা ক্রিকেটার শিখর ধওয়ান ভিডিওটি সোষশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে দেখা 'কালা চশমা' গানে বিদেশীদের ভাইরাল নাচকে নকল করেছেন ভারতীয় ক্রিকেটারররা। ধাওয়ানের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, শুরুতেই ইশান কিষান মাটিতে শুয়ে নাচছেন। তাঁকে মারের ভঙ্গিমা করতে থাকেন মহম্মদ সিরাাজ, শুভমন গিল, আবেশ খান, কুলদীপ যাদব, শাহবাজ আহমেদ, রাহুল ত্রিপাঠীরা। তারপর ধীরে ধীরে সকল ক্রিকেটাররা সেই ভাইরালের গানের স্টেপ নকল করতে থাকে। সবথেকে উদ্ভটবাবে নাচতে দেখা যায় এই সিরিজের সেরা প্লেয়ার শুবমান গিলকে। এছাড়া ভাংড়া স্টাইলে নাচতে দেখা গিয়েছে শিখর ধওয়ানকে। ভারতীয় ক্রিকেটারদের এই উদ্দাম নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই পছন্দ করেছে টিম ইন্ডিয়ার 'কালা চশমা'  ডান্স।

 

 

প্রসঙ্গত, জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্য়াচে ১০ উইকেটে জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জিতেছিল ৫ উইকেটে। তৃতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও শেষ রক্ষা করতে পারেনি জিম্বাবোয়ে। তীরে এসে ডোবে তরী। ব্যর্থ য়ায় সিকন্দর রাজার অনবদ্য শতরান। তৃতীয় একদিনের ম্য়াচ ১৩ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে টিম ইন্ডিয়া। টস জিতে ব্য়াটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান করল ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রানের ইনিংস খেলেন শুবমান গিল। এটিই তার আন্তর্জাতিক একদিনের কেরিয়ারে প্রথম সেঞ্চুরি। এছাড়া ৫০ রানের ইনিংস খেলেন ইশান কিশান। শিখর ধওয়ান ৪০ ও কেএল রাহুল ৩০ রান করলেও তা খুবই ধীরগতিতে। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন ব্র্যাড ইভানস। রান তাড়া করতে নেমে ৪৯.৩ ওভারে ২৭৬ রানে অলআউট হয়ে যান জিম্বাবোয়ে। দলের হয়ে সর্বোচ্চ ১১৫ রানের দুরন্ত ইনিংস খেলেন সিকন্দর রাজা। এছাড়া ৪৫ রান করেন সিন উইলিয়ামস ও ২৮ রান করেন ব্র্যাড ইভানস। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আবেশ খান।

আরও পড়ুনঃএশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট দলে বড় দুঃসংবাদ, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃব্যর্থ গেল সিকন্দর রাজার শতরান, ১৩ রানে তৃতীয় ম্য়াচ জিতে জিম্বাবোয়েকে চুনকাম করল ভারত

Share this article
click me!

Latest Videos

'বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের জন্মই হত না' লোকসভায় বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
কি স্পর্ধা! সরাসরি মোদীকে হুমকি! Sarjis Alam on PM Modi #shorts #shortsvideo #shortsviral
পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচন তৃণমূল জিততেই হিন্দুদের বিরুদ্ধে এ কী স্লোগান? দেখুন | VIral Video
বাপরে! বাইকের সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ সুন্দরবনের যম! তারপর... | Kultali News | Tiger Attack News
Bangla News Live : মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam