সংক্ষিপ্ত

২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2022) । তার আগে ভারতীয় দলে (Indian Cricket Team) জোর ধাক্কা। করোনা আক্রান্ত (Covid Positive)দলের হেড কোচ রাহুল দ্রাবিড়  (Rahul Dravid)। এশিয়া কাপের দলের সঙ্গে নাও দেখা যেতে পারে তাকে। 
 

এশিয় কাপ শুরুর আগে ফের ভারতীয় দলে জোর ধাক্কা। এশিয়া কাপের শুরু থেকে টিম ইন্ডিয়ার কোচের চেয়ারে দেখা নাও যেতে রাহুল দ্রাবিড়কে। কারণ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেডস্যার রাাহুল দ্রাবিড়। তবে বোর্ডের তরফে এখনও এই বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচের ভূমিকাতেও দেখা যায়নি রাহুল দ্রাবিড়কে। এশিয়া কাপের আগে বিশ্রামে ছিলেন তিনি। জিম্বাবোয়েতে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে খেলেছে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল। দ্রবিড়-সহ টিম ইন্ডিয়ার কোচিং স্টাফদের এশিয়া কাপের আসরেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দ্রাবিড় করোনা আক্রান্ত হওয়ায় তাকে এশিয়া কাপে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আগামী ২৭ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপ। ২৮ তারিখ প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। সেখানে রাহপল দ্রাবিড় যদি না যেতে পারে তাহলে সেক্ষেত্রেও কোচের ভূমিকায় ভিভিএস লক্ষ্মণকেই দেখা যাবে। । যদিও বিসিসিআইয়ের তরফে এখনও এই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। দ্রাবিড় আদৌ আমিরশাহি উড়ে যেতে পারবেন কিনা, তা নিশ্চিতভাবে জানা সম্ভব নয় যথক্ষণ না বোর্ডের তরফে এই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হচ্ছে।  তবে প্রতিযোগিতার শুরুর দিকে দ্রাবিড়কে না পাওয়া গেলেও পরের দিকে করোনা মুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিতেই পারেন রাহুল দ্রাবিড়। এর আগে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা। হার্শল প্যাটেলও চোটের কারণে দলে। মহমম্মদ শামিকেও দলে রাখা হয়নি। এবাপ রাহুল দ্রাবিড়ের বিষয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার।

এশিয়া কাপে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ এবং আবেশ খান।

এক  ঝলকে দেখে নিন এশিয়া কাপের সূচি-
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ অগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
ভারত বনাম পাকিস্তান: ২৮ অগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ অগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ অগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।

আরও পড়ুনঃমহিলা কর্মীকে পাঠিয়েছিলেন যৌনাঙ্গের ছবি, কলঙ্কিত অতীত ভুলে ফের মাঠে নামার প্রস্তুতি টিম পেইনের

আরও পড়ুনঃ'জামাই' চোটের কারণে ছিটকে গিয়েছে এশিয়া কাপ থেকে, এবার কী অবসর ভেঙে ফিরতে চলেছেন 'শ্বশুর' আফ্রিদি