'তাঁর খেলা দেখেই বড় হয়েছি', শিলিগুড়ির মেয়ে রিচার আদর্শ ধোনি

একদিনের ম্য়াচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯১ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন আমেলা কের। এরপর রান তাড়া করতে নেমে মাত্র ১২৮ রানে অল আউট হয়ে য়ায় ভারতীয় দল। তার মধ্যে ৫২ রানে ইনিংস খেলেন রিচা ঘোষ।

নিউজিল্য়ান্ডের (New Zealand) বিরুদ্ধে একদিনের সিরিজে হেরে যাওয়ার ফলে চিন্তার ভাঁজ পড়েছে অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) থেকে শুরু করে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের কপালে। তবে দল জিততে না পারলেও এই ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) উইকেট রক্ষক ব্যাটসম্য়ান রিচা ঘোষের (Richa Ghosh) অনবদ্য পারফর্ম্যান্স সবার মন জয় করে নিয়েছে। সিরিজের দ্বিতীয় একদিনের ম্য়াচে ভারতের সর্ব কনিষ্ঠ উইকেট রক্ষক হিসেবে অর্ধশতরান করার নজির গড়েছিলেন রিচা ঘোষ (wicketkeeper Richa Ghosh)। এবার চতুর্থ একদিনের ম্য়াচে ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান (Fastest Half Century) করেছেন তিনি। জীবনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) আদর্শ বলে মনে করেন শিলিগুড়ির রিচা।  

একদিনের ম্য়াচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯১ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন আমেলা কের। এরপর রান তাড়া করতে নেমে মাত্র ১২৮ রানে অল আউট হয়ে য়ায় ভারতীয় দল। তার মধ্যে ৫২ রানে ইনিংস খেলেন রিচা ঘোষ। চাপের মধ্যে রিচার ঝোড়ো ইনিংস প্রশংসীত হয়েছে সর্বত্র। একের পর এক আক্রমণাত্মক শট খেলেন তিনি। ২৯ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন তিনি। চারটি চার ও চারটি ছয়ের ইনিংস রয়েছে তাঁর। মাত্র ২৬ বলেই অর্ধশতরান করেন। যা ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে সবথেকে দ্রুত। এমনকী, তাঁর প্রশংসা শোনা গিয়েছে অধিনায়ক মিতালি রাজের মুখেও। 

Latest Videos

 

 

আরও পড়ুন- ফের রেকর্ড বুকে রিচা ঘোষ, ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে অনন্য নজির শিলিগুড়ির মেয়ের

কঠিন পরিস্থিতির মধ্যেও উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় কীভাবে ম্যাচ বের করে নিয়ে যাওয়া সম্ভব তা দেখিয়েছিলেন ধোনি। আর তাঁকে দেখেই এই শিক্ষা নিয়েছেন বলে জানিয়েছেন রিচা। বলেন, "আমি জীবনে দু'জন মানুষকে আদর্শ হিসেবে মনে করি। একজন আমার বাবা, যে আমার সঙ্গে ক্রিকেটের পরিচয় করিয়েছিল। আর অন্যজন হলেন মহেন্দ্র সিং ধোনি। টিভিতে যাঁকে ছয়-চার মারতে দেখে বড় হয়েছি। ছোটবেলায় আমি বাবাকে অনুসরণ করতাম। আমি যখন ক্রিকেট খেলা শুরু করি তখনই বাবার কাছে প্রশিক্ষণ নিয়েছিলাম। যখন আমি ক্রিকেট দেখা শুরু করি, তখন ধোনির খেলা দেখতাম। এভাবেই তিনি আমার আদর্শ হয়ে উঠেছেন।"

আরও পড়ুন- 'প্রথম প্রেম' থেকে কেন এখনও সিঙ্গেল, জানুন 'লেডি সচিন' মিতালি রাজের অজানা কাহিনি

তবে এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অর্ধশতরান অধরা থেকে গিয়েছিল রিচার। সেই ম্যাচে ৪৪ রান করে আউট হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নজির গড়েছেন। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
চোখের সামনেই গুঁড়িয়ে পড়লো আস্ত Ranaghat-এর এক বিল্ডিং! আতঙ্কে গোটা এলাকা | Nadia Latest News Today
Suvendu on Firhad : বাঘাযতীনে এসে ফিরহাদ হাকিমকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন
১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি | Socorro Doves | London Zoo | Doves