মুম্বই ম্যাচের আগে জোর ধাক্কা সিএসকে শিবিরে, শক্তি অনেকটাই কমল ধোনির দলের

Published : Sep 18, 2021, 11:03 PM IST
মুম্বই ম্যাচের আগে জোর ধাক্কা সিএসকে শিবিরে, শক্তি অনেকটাই কমল ধোনির দলের

সংক্ষিপ্ত

রবিবার থেকে আরব আমিরশাহিতে শুরু হচ্ছে আইপিএল ২০২১-এর বাকি পর্ব। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। তবে ম্যাচের আগে বড় ধাক্কা সিএসকের।

রবিবার আইপিএল ২০২১-এর বাকি পর্বের শুরু হতে চলেছে আরব আমিরশাহিতে। প্রথম ম্যাচেই হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই এই মেগা ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। তবে প্রথম ম্যাচে নামার আগে জোর ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। কারণ দলের তারকা বিদেশী অলরাউন্ডারকে মুম্বইয়ের বিরুদ্ধে পাচ্ছে না ধোনির সিএসকে। যার ফলে সমস্যা কিছুটা বাড়ল তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

কোয়ারেন্টাইন নিয়মের কারণেই প্রথম ম্যাচে স্যাম কারনকে পাচ্ছে না সিএসকে। ইংল্যান্ড থেকে আমিরশাহিতে দেরি করে পৌঁছেছে ব্রিটিশ অল রাউন্ডার। আর আইপিএলে আরব আমিরশাহির নিয়ম অনুযায়ী ৬ দিনের কোয়ারেন্টাইন কাটানো বাধ্যতামূলক করা হয়েছে। ম কারান সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে আমিরশাহিতে এসে পৌঁছেছেন। সিএসকের তরফে তাদের টুইটার হ্যান্ডেলের মধ্যে দিয়েই একথা জানানো হয়েছিল। ফলে স্যাম কারানের নিভৃতবাস শেষ হচ্ছে ২১ তারিখ।

তবে স্যাম কারনকে না পেলেও খানিক স্বস্তির খবরও রয়েছে চেন্নাই সুপার কিংসের। কারণ দলের তারকা ওপেনার ফাফ ডুপ্লেসিকে প্রথম ম্যাচে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে শেষ দুটি ম্যাচে কুচকিতে চোটের কারণে খেলতে পারেননি ডুপ্লেসি। মনে করা হচ্ছিল আইপিএলের প্রথম ম্যাচে পাওয়া যাবে না প্রোটিয়া তারকাকে। তবে শনিবার অনুশীলনে যোগ দিয়েছেন ফাফ ডুপ্লেসি। তাকে ম্যাচে খেলানোর প্রক্রিয়াও চলছে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?
Moeen Ali: ভারত নয়, পাকিস্তানই পছন্দ! প্রাক্তন কেকেআর তারকার চাঞ্চল্যকর সিদ্ধান্ত?