IPL 2021, RCB vs PBKS - বিরাটদের প্লেঅফের অপেক্ষা কি বাড়িয়ে দেবে পাঞ্জাব, নাকি লাভ হবে KKR-এর

আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৪৮তম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবং পাঞ্জাব কিংস (Punjab Kings)। বিরাট কোহলিদের প্লেঅফের অপেক্ষা কি বাড়িয়ে দিতে পারবে পাঞ্জাব? 

রবিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৪৮তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবং পাঞ্জাব কিংসের (Punjab Kings)। দুই দলের জন্য়ই এদিনের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। একদিকে, আরসিবি শুধু প্লে-অফে তাদের জায়গা পাকা করাই নয়, প্রথম দুই স্থানে শেষ করতে চাইছে। অন্যদিকে, কেকেআরকে হারিয়ে এখন আবার প্লেঅফের দৌড়ে ফিরে এসেছে পাঞ্জাব কিংস। সেই দৌড়ে টিকে থাকতে তাদের জেতা ছাড়া সামনে দ্বিতীয় রাস্তা নেই। 

বর্তমান ফর্ম

Latest Videos

আরসিবি বর্তমানে দারুণ ফর্মে রয়েছে। ১১ টি ম্যাচ খেলে তার মধ্যে ৭টিতে জিতে বিরাট কোহলি বাহিনী তৃতীয় স্থানে রয়েছে। পিবিকেএস আছে পঞ্চম স্থানে। ১২ ম্যাচ খেলে তারা ৫টিতে জিতেছে। নেট রানরেটে তারা কলকাতা নাইট রাইার্সের থেকে পিছিয়ে রয়েছে। 

দল গঠন

আরসিবির হাতে অত্যন্ত বিশ্বস্ত বোলিং আক্রমণ রয়েছে। বর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজি চাহাল - সকলেই দারুণ পারফর্ম করছেন। অন্যদিকে তাদের ব্যাটিং এখনও বড্ড বেশি নির্ভরশীল অধিনায়ক বিরাট কোহলি, এবি ডেভিলিয়ার্স, দেবদত্ত পড়িক্কল এবং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের উপর।

পিবিকেএস-এরও হাতে একটি দুর্দান্ত বোলিং আক্রমণ রয়েছে। মহম্মদ শামি দারুণ ছন্দে বল করছেন। তবে তাদের ব্যাটিংও টুর্নামেন্টের শেষের দিকে জ্বলে উঠছে। অধিনায়ক কে এল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে দারুণ ব্যাট করেছেন। শেষের দিকে শাহরুখ খানও দারুণ ক্যামিও ইনিংস খেলেছিলেন। 

চোট-আঘাত

কোনও পক্ষেরই চোট-আঘাতজনিত কোনও উদ্বেগ নেই।

দ্বৈরথের পরিসংখ্যান

আরসিবি ও পিবিকেএস ২৭ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। জয়ের পরিসংখ্যানে এগিয়ে পিবিকেএস-ই। তারা জিতেছে ১৫বার, আরসিবি ১২ বার। সংযুক্ত আরব আমিরশাহিতে দুই দলের মধ্যে তিনটি ম্যাচ হয়েছে। তিনবারই জিতেছে পিবিকেএস। শারজাতেও একটি ম্যাচে তারাই জয়ী হয়েছিল। 

আবহাওয়া এবং পিচ রিপোর্ট

শারজায় এদিন দিনের ম্যাচ। কাজেই উষ্ণ আবহাওয়ার মোকাবিলা করতে হবে দুই দলকেই। এদিনের তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়ারের কাছে ঘোরাফেরা করবে। আর বাতাসের আর্দ্রতা থাকবে ৪৭ শতাংশ। শারজায় এখনও অবধি আইপিএল-এর যেকটি ম্যাচ হয়েছে, তাতে দেখা গিয়েছে এখানকার পিচ বেশ মন্থর। কাজেই স্ট্রোক খেলা বেশ কঠিন। তবে মাঠের বাউন্ডারি ছোট হওয়ার সুবিধা নিতে পারবেন ব্যাটাররা।

সম্ভাব্য প্রথম একাদশ

আরসিবি: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পড়িক্কল, কেএশ ভরত (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডেভিলিয়ার্স, ড্যান ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহাম্মদ সিরাজ এবং নবদীপ সাইনি।

পিবিকেএস: কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, এডেন মার্করাম, দীপক হুডা, শাহরুখ খান, ফাবিয়ান অ্যালেন, নাথান এলিস, রবি বিষ্ণোই, মহম্মদ শামি এবং অর্শদীপ সিং।

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু