IPL 2021, KKR vs RR - আজ জিতলেই প্লেঅফে জায়গা পাকা কলকাতার, জল ঢালতে তৈরি রাজস্থান


আইপিএল ২০২১ (IPL 2021)-এর প্লে-অফে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবং রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এদিন জিতলেই প্লেঅফে মর্গানের দলের জায়গা কার্যত পাকা।

আইপিএল ২০২১ (IPL 2021)-এর প্লে-অফে এখনও জায়গা পাকা হয়নি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। বৃহস্পতিবার চলতি মরসুমের ৫৪তম ম্যাচে প্লেঅফের দৌড়ে সবার পিছনে থাকা রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-এর মুখোমুখি হচ্ছে নাইটবাহিনী। এদিনের ম্যাচে জিতলেও যে প্রথম চারে মর্গানের দলের জায়গা পাকা হবে, তা বলা যাবে না। তবে, নেট রানরেটে এগিয়ে থেকে এখনও ৪ নম্বরেই আছে কলকাতা। এদিন জিতলে সেই অবস্থান আরও দৃঢ় হবে। 

বর্তমান ফর্ম

Latest Videos

সংযুক্ত আরব আমিরশাহিতে আসার পর, প্রথম ম্যাচেই আরসিবিকে দারুণভাবে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছিল কেকেআরয এখনও তারা সেই অবস্থানেই রয়েছে। ১৩ ম্যাচে ৬ জিতে পেয়েছে ১২ পয়েন্ট নিয়ে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে পাঁচটি জিতে দশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রাজস্থান রয়্যালস। প্লে -অফের আশা বাঁচিয়ে রাখতে কেকেআর-কে এই ম্যাচ জিততেই হবে। অন্যদিকে, আরআর-কে এখনও দৌড়ে থাকতে গেলে অন্তত ১২৫ রানের ব্যবধানে জিততে হবে। তারপর আশা করতে হবে, মুম্বই ইন্ডিয়ান্স অন্তত ৪০ রানে হারবে। 

দল গঠন

কেকেআর-এর বোলিং বিভাগ অত্যন্ত শক্তিশালী। ব্যাটিংয়ে এখন দারুণ ফর্মে আছে টপ-অর্ডার। ওপেনার শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার এবং তারপর রাহুল ত্রিপাঠী দারুণ ব্যাট করছেন। ভাল খেলছেন নীতীশ রানা, দীনেশ কার্তিক, সুনীল নারাইনরাও। চিন্তায় রেখেছে অধিনায়ক ইয়ন মর্গানের ফর্ম এবং আন্দ্রে রাসেলের ফিটনেস।

অন্যদিকে, আরআর-এ যথেষ্ট তারকা শক্তির অভাব থাকলেও নির্ভরযোগ্য তরুণ প্রতিভার অভাব নেই। তবে তারা ধারাবাহিকতা দেখাতে পারছে না। বোলিং-এ দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর। 

চোট-আঘাত 

অলরাউন্ডার আন্দ্রে রাসেল, পেসার প্রসিদ্ধ কৃষ্ণ এবং লকি ফার্গুসন এবং স্পিনার বরুণ চক্রবর্তী - এদিন কেকেআর'এর প্রথম দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে চোটজনিত উদ্বেগ রয়েছে। অন্যদিকে রাজস্থান দলের ওপেনার এভিন লুইসেরও পায়ে চোটের সমস্যা রয়েছে।

মুখোমুখি

দু'পক্ষের মধ্যে ২৪ টি ম্যাচ হয়েছে। জয়ের পরিসংখ্যানে কেকেআর সামান্য এদিয়ে, ১২ বার জিতেছে। আরআর জিতেছে ১১টিতে। সংযুক্ত আরব আমিরাশাহিতে হওয়া তিনটি ম্যাচের মধ্যে কেকেআর জিতেছে ২টিতে। শারজায় এটাই দুই দলের প্রথম মোকাবিলা।

আবহাওয়া এবং পিচ রিপোর্ট

শারজার এদিন তাপমাত্রা রয়েছে ৩৭ ডিগ্রি। আর বাতাসের আদ্রতা ৪৮ শতাংশের মতো থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই মৌসুমে ট্র্যাকটি ধীর গতিতে চলবে বলে আশা করা হচ্ছে, যখন ছোট বাউন্ডারি ব্যাটসম্যানদের সাহায্য করতে পারে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

কেকেআর - শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), নীতিশ রানা, সুনীল নারাইন, টিম সাউদি/আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং শিবম মাভি/প্রসিদ্ধ কৃষ্ণ।

রাজস্থান রয়্যালস - যশস্বী জয়সওয়াল, এভিন লুইস, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শিবম দুবে, গ্লেন ফিলিপস/ক্রিস মরিস, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মায়াঙ্ক মার্কান্দে, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগী এবং মুস্তাফিজুর রহমান।
 

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল