IPL 2021 - শেন ওয়ার্নের ১৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন 'বুড়ো' ধোনি, আরও একবার জবাব সমালোচকদের

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-কে হারিয়ে আরও একটা আইপিএল ট্রফি নিজের ঝুলিতে ভরলেন এমএস ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক ভাঙলেন শেন ওয়ার্নের (Shane Warne)-এর ১৪ বছরের পুরোনো রেকর্ড।

আবারও করে দেখালেন এমএস ধোনি (MS Dhoni)। আইপিএল-এর গত মরসুমে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) খারাপ ফলের পর অনেকই ধরে নিয়েছিলেন ধোনির ড্যাডি আর্মিদের দিন ফুরিয়েছে। কিন্তু, পরের মরসুমেই ট্রফি জিতে সমালোচকদের যোগ্য জবাব দিলেন তাঁরা। আর ধোনি, অধিনায়ক হিসেবে চতুর্থ আইপিএল ট্রফি জিতে ভেঙে দিলেন শেন কিথ ওয়ার্নের (Shane Warne)-এর ১৪ বছরের পুরোনো রেকর্ড।

২০০৮ সালে আইপিএল টুর্নামেন্টের শুরু হয়েছিল। আর প্রথমবারই অপেক্ষাকৃত তরুণ অনামী দল নিয়ে আইপিএল ট্রফি জিতে সবাইকে চমকে দিয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ফাইনালে পরাজিত করেছিল ধোনির সিএসকে দলকেই। সেই সময় শেন ওয়ার্নের বয়স ছিল ৩৯ বছর। এতদিন তিনিই ছিলেন সবথেকে বেশি বয়সে আইপিএল জয়ী অধিনায়ক। 

Latest Videos

"

শুক্রবার রাতে সেই রেকর্ড ভেঙে দিলেন ধোনি। আইপিএল জিতলেন ৪০ বছর বয়সে। আরেক অজি কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) ডেকান চার্জার্সের (Deccan Chargers) অধিনায়ক হিসেবে ২০০৯ সালে আইপিএল ট্রফি জিতেছিলেন ৩৭ বছর বয়সে। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) হারিয়ে এখন নিষ্ক্রিয় হয়ে যাওয়া ফ্র্যাঞ্জাইজি ডেকান চার্জার্স জয়ী হয়েছিল। এমএস ধোনি তাঁর প্রথম আইপিএল ট্রফি জিতেছিলেন ২০১০ সালে। সেই সময় তাঁর বয়স ছিল ২৯ বছর। 

আইপিএল জয়ী সবচেয়ে বয়স্ক অধিনায়ক -  

এমএস ধোনি (সিএসকে) - ২০২১ - ৪০ বছর

শেন ওয়ার্ন (আরআর) - ২০০৮ - ৩৯ বছর

অ্যাডাম গিলক্রিস্ট (ডেকান চার্জার্স) - ২০০৯ - ৩৭ বছর

আরও পড়ুন - IPL 2021 - KKR'এর জার্সি ফেটে বেরোচ্ছে যৌবন, নারাইনের নতুন বউ-এর উষ্ণতায় ঘাম ঝরতে বাধ্য

আরও পড়ুন - নাতাশার আগে ফুলে ফুলে মধু খেয়েছেন হার্দিক পাণ্ডিয়া - কলকাতার মডেলের সঙ্গেও জড়িয়েছে নাম, দেখুন

আরও পড়ুন - IPL 2021 - যেমন বক্ষ, তেমন নিতম্ব - জ্যাসিম লোরা-ই কি আইপিএল-এর 'হটেস্ট বউ', দেখুন তো

২০২১ সালের আইপিএল মরসুমের প্রথম ম্যাচে সিএসকে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে হেরে গিয়েছিল। কিন্তু পরের ম্যাচেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে ফিরেছিল। সেখান থেকে আর ধোনি বাহিনীকে পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম ৭টি ম্যাচের মধ্যে ৫টিতেই  জিতেছিল। কোভিড-১৯ মহামারীর কারণে মে মাসে স্থগিত হয়ে যাওয়ার পর, সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট স্থানান্তরিত হয়ে যাওয়ার পরও তাদের খেলায় কোনও পরিবর্তন ঘটেনি। যদিও লিগ পর্বের শেষ তিন ম্যাচে তাদের হারতে হয়েছিল। তারপরও লিগে দ্বিতীয় স্থানে শেষ করে এবং প্রথম প্লেঅফে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে তারা ফাইনালে উঠেছিল। আর ফাইনালে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-কে বলতে গেলে কোনও জায়গাই দেয়নি তারা।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar