IPL 2021, RCB vs SRH, এই মরসুমে এগিয়ে আরসিবি, কিন্তু দুই দলের লড়াইয়ের ইতিহাস অন্য কথা বলছে

আইপিএল ২০২১ (IPL 2021) -এ আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকার জন্য আজকের ম্যাচ জিততে মরিয়া বিরাট কোহলির (Virat Kohli) দল। অপরদিকে সম্মানরক্ষার ম্য়াচ কেন উইলিয়ামসনের (Kane Williamson)দল। 

আজ আইপিএল ২০২১-এ মাঠের বাইরে ভালো বন্ধু হলেও, ২২ গজে চিরপ্রতীদ্বন্দ্বীর লড়াই। মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ দ্বৈরথ। বর্তমানে লিগ টেবিলে ১২ ম্য়াচে ৮টি জয়ের সৌজন্যে ১৬ পয়েন্ট লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আরসিবি। শেষ দুই ম্য়াচ জিততে পারলে লিগ টেবিলে প্রথম দুইয়ে শেষ করার সুযোগ রয়েছে আরসিবির। অপরদিকে, মরসুমে মাত্র ২টি ম্যাচ জিতেছে সানরাইজার্স। রয়েছে লিগ তালিকার শেষে। 

আজকের ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশেৎ ব্য়াটিং লাইনআপে থাকতে পারেন বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, এসকে ভরত (উইকেটরক্ষক), এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া আরসিবিতে অলরাউন্ডারের ভূমিকায় থাকতে চলেছেন ড্যান ক্রিস্টিয়ান, শাহবাজ আহমেদ। এছাড়া দলের বোলিং লাইনআপে থাকতে চলেছেন জর্জ গার্টন, হার্শল প্য়াটেল, মহম্মদ সিরাজ,  যুজবেন্দ্র চাহল।

Latest Videos

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ-
বিরাট কোহলি
দেবদূত পাড়িক্কল
এসকে ভরত (উইকেটরক্ষক)
এবি ডিভিলিয়ার্স
গ্লেন ম্যাক্সওয়েল
ড্যান ক্রিস্টিয়ান
শাহবাজ আহমেদ
জর্জ গার্টন
হার্শল প্য়াটেল
মহম্মদ সিরাজ
যুজবেন্দ্র চাহল

অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশের ব্য়াটিং লাইনআপে থাকতে চলেছেন জেসন রয়, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক),  প্রিয়ম গর্গ। অরেঞ্জ আর্মিতে অলরাউন্ডারের ভূমিকায় থাকতে পারেন অভিষেক শর্মা, আবদুল সামাদ, জেসন হোল্ডার। এছাড়া সানরাইজার্সের বোলিং লাইনে থাকতে পারেন রাশিদ খান, ভূবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, উমরান মালিক।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
জেসন রয়
কেন উইলিয়ামসন (অধিনায়ক)
ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক)
প্রিয়ম গর্গ
অভিষেক শর্মা
আবদুল সামাদ
জেসন হোল্ডার
রাশিদ খান
ভূবনেশ্বর কুমার
সিদ্ধার্থ কল
উমরান মালিক

এই মরসুমে একেবারেই সেরা ফর্মে না থাকলেও, একমাত্র মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কিন্তু স্বস্তি দিচ্ছে সানরাইজার্স হায়দরাবাদকে। আইপিএলের ইতিহাসে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। তার মধ্যে বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসনের দল জিতেছে ১০ টি ম্য়াচ। বিরাট কোহলির দল জিতেছে ৮ ম্যাচ। একটি ম্যাচ অমীমাংসীত।

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
মোট ম্যাচ- ১৯
সানরাইজার্স জয়ী- ১০
আরসিবি জয়ী- ৮
অমীমাংসীত- ১

আরও পড়ুনঃIPL 2021, RCB vs SRH,বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসন দ্বৈরথ, জিততে মরিয়া দুই দল

আরও পড়ুনঃবাগানে চুমু থেকে হোটেলের ঘরে সময় কাটানো, রোহিত শর্মার সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করেছিলেন এই মডেল

আরও পড়ুূনঃIPL 2021, কে নকল আর কে আসল, বোঝার উপায় নেই, দেখুন আইপিএল তারকাদের লুক আলাইকদের

দুই দলের প্রথম পর্বের সাক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে জয় পেয়েছিল আরসিবি। প্রথমে ব্যাট করে ১৪৯ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সর্বোচ্চ ৫৯ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কোহলি করেছিলেন ৩৩। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেসন হোল্ডার। রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ৫৪ ও মনীশ পাণ্ডে ৩৮ রান করলেও দলকে জয় এনে দিতে পারেনি। শেষ ৬ রানে ম্য়াচ জিতেছিল বিরাট কোহলির দল।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M