IPL 2021, RCB vs RR - ফের এক নজির, চাহালের ৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হর্ষল প্যাটেল

আইপিএল ২০২১ (IPL 2021)-এ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-এর বিরুদ্ধে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) রেকর্ড রয়্যাল ভাঙলেন চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)-এর হর্ষল প্যাটেল (Harshal Patel)। আনক্যাপড ক্রিকেটার হিসাবে এক আইপিএল মরসুমে সর্বোচ্চ উইকেটশিকারী হলেন তিনি। 

বুধবার, আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৪৩তম ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-এর বিরুদ্ধে একটি বিরল রেকর্ড ভাঙলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)-এর জোরে বোলার হর্ষল প্যাটেল (Harshal Patel)। এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এর ফলে, এদিন তিনি আইপিএল-এর এক মরসুমে কোনও আনক্যাপড ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিলেন তিনি। 

আনক্যাপড প্লেয়ার মানে, যিনি ভারত বা অন্য কোনও দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। আইপিএল ২০২১-এ বর্তমানে হর্ষল পার্পল-ক্যাপের অধিকারী অর্থাৎ সবথেকে বেশি উইকেট শিকার করেছেন (এখনও পর্যন্ত ১১ ম্যাচে ২৬)। এর আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে তিনি আইপিএল-এ নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এদিনও সেই সুযোগ পেয়েছিলেন। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় ওভারে পরপর ফিরিয়ে দিয়েছিলেন রিয়ান পরাগ এবং ক্রিস মরিসকে। ওই ওভারেরই শেষ বলে সাকারিয়াকেও আউট করেন তিনি। তবে হ্যাটট্রিক হয়নি। 

Latest Videos

"

পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক না হলেও, হর্ষল প্যাটেল এদিন তাঁর আরসিবি দলেরই সতীর্থ যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) রেকর্ড ভাঙলেন। ২০১৫ সালে আরসিবির হয়ে প্রথম আইপিএল খেলতে এসেছিলেন চাহাল। তখনও ভারতের হয়ে খেলার সুযোগ হয়নি তাঁর। সেই মরসুমে তিনি ২৩টি উইকেট নিয়েছিলেন। এতদিন পর্য়ন্ত সেটাই ছিল আইপিএল-এ কোনও আনক্যাপড ক্রিকেটারের এক মরসুমে নেওয়া সর্বোচ্চ উইকেট। এদিন পরাগের উইকেটটি নিয়েই সেই রেকর্ড ভাঙেন হর্ষল প্যাটেল। 

আরও পড়ুন - IPL 2021, RCB vs RR - জর্জ গার্টন কে, আরসিবির হয়ে আইপিএল-এ অভিষেক হল এই ক্রিকেটারের

আরও পড়ুন - IPL 2021 - যেমন বক্ষ, তেমন নিতম্ব - জ্যাসিম লোরা-ই কি আইপিএল-এর 'হটেস্ট বউ', দেখুন তো

আরও পড়ুন - IPL 2021 - প্লেঅফের জটিল অঙ্ক , কীভাবে জায়গা পাকা হবে KKR-এর, বাকি সাত দলেরই বা কী অবস্থা

একনজরে দেখে নেওয়া যাক আইপিএল-এ এক মরসুমে, আনক্যাপড ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি উইকেট-শিকারীদের তালিকা (Most wickets in a season by an uncapped bowler) - 

হর্ষল প্যাটেল (আরসিবি) - ২৬*, ২০২১

যুজবেন্দ্র চাহাল (আরসিবি) - ২৩, ২০১৫

শ্রীনাথ অরবিন্দ (আরসিবি) - ২১, ২০১১

সিদ্ধার্থ কল (এসআরএইচ) - ২১, ২০১৮

*টুর্নামেন্ট এখনও চলছে

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari