অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের 'পুরস্কার' দিল আইপিএল নিলাম, কোটিপতি জুনিয়ার টিম ইন্ডিয়ার সদস্যরা

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী (U19 World Cup) ভারতীয় দলের (Team India) দুই ক্রিকেটার রাজ বাওয়া (Raj Bawa)ও  রাজবর্ধন হাঙ্গারগেকর (Rajvardhan Hangargeker)আইপিএল ২০২২ মেগা নিলামে (IPL 2022 Mega Auction) হলেন কোটিপতি। দল পেলেন অধিনায়ক যশ ধুলও (Yash Dhull)।
 

আইপিএল ২০২২ নিলামের (IPL 2022 Mega Auction) দ্বিতীয় দিনেও অনেক অখ্যাত প্লেয়ার রাতারাতি হয়ে গেলেন কোটি পতি। যেই তালিকায় রয়েছে দেশি-বিদেশি একাধিক ক্রিকেটার। বিশেষ করে এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup) জয়ের পর ভারতীয় তরুণ তুর্কিরা আইপিএলে নিলামে কতটা টাকার ঝড় তুলতে পারে সেদিকে নজর ছিল সকলেরই। বিশেষ করে ২০২২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করা অধিনায়ক যশ ধুল (Yash Dhull), রাজ বাওয়া (Raj Bawa), রাজবর্ধন হাঙ্গারগেকর (Rajvardhan Hangargeker), রবি কুমাররা। আইপিএল মেগা নিলামে প্রত্যাশা মতই তাদের পেতে ঝাঁপাল একাধিক ফ্র্যাঞ্চাইজি। একদিকে যেমন রাতারাতি কোটিপতি হয়ে গেলেন রাজ অঙ্গদ বাওয়া ও রাজবর্ধন হাঙ্গারগেকর। অপরদিকে কোটিপতি না হলেও প্রথম আইপিএল নিলামে এসেই দল পেয়ে গেলেন অনূর্ধ্ব ১৯ অধিনায়ক যশ ধুল।

 

Latest Videos

 

রবিবার আইপিএল নিলামের দ্বিতীয় দিনে (IPL 2022 Auction) রাজ অঙ্গদ বাওয়াকে (Raj Angad Bawa) ২ কোটি টাকায় দলে নিল পঞ্জাব কিংস (Punjab Kings)। রাজ যুব বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে। নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইজে থাকা রাজকে নিতে এদিন ইচ্ছাপ্রকাশ করেছিল মুম্বই ইন্ডিয়ান্সও। কিন্তু শেষ পর্যন্ত প্রীতির দল রাজকে তুলে নেয়। অলরাউন্ডার রাজ যুব বিশ্বকাপে ১০ ম্যাচ মিলিয়ে ২৫২ রান করেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী আরেক অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকরও (Rajvardhan Hangargekar) কোটিপতি হয়ে গেলেন নিলামে। ১৯ বছরের মহারাষ্ট্রের ক্রিকেটার ১৪০-এর ওপর ধারাবাহিক ভাবে বল করতে পারেন। তাঁর গতিতে মোহিত হয়েছিল বাইশ গজ। পাশাপাশি রাজবর্ধন ব্যাট হাতেও পারেন কামাল দেখাতে। হাতে আছে বড় শট। চেন্নাই সুপার কিংস সাধারণ তিরিশের কোটায় থাকা ক্রিকেটারদেরই নিয়ে দল সাজায়। এবার সেই ট্রেন্ড ভেঙে তারা রাজবর্ধনকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল। আইপিএল নিলামে দল পেয়ে খুশি দুই অল রাউন্ডার। এবার ভারতীয় কোটিপতি লিগের মঞ্চেও নিজেদের জাত চেনাতে মরিয়া তারা। 

 

 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দলকে চ্য়াম্পিয়ন করলেও কোটিপতি হতে পারলেন না যশ ধুল। তবে আইপিএল নিলামে দল পেয়ে গেলেন মিডল অর্ডার ব্য়াটসম্য়ান। অবশ্য লাখপতি হয়েছেন ধুল। ৫০ লক্ষ টাকায় যশ ধুলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। ৪ বছর ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বি  শ-কেও আইপিএল নিলামে দলে নিয়েছিল দিল্লি ক্য়াপিটালস। বর্তমানে তিনি দিল্লি দলের তারকা ব্য়াটসম্য়ান। খেলেছেন সিনিয়র টিম ইন্ডিয়া। এবার আরও এক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের উপর ভরসা রাখল দিল্লি ক্য়াপিটালস দল। প্রথম এগারোয় জায়গা পেলে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন যশ ধুল। এবার সিনিয়র ভারতীয় দলে জায়গা করাই তার লক্ষ্য।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury