আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস (DC vs RR)। দুই ম্য়াচই তাদের শেষ ম্য়াচে জয় পেয়েছে। আজকের ম্য়াচও ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনের দল। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
শুক্রবার আইপিএল ২০২২-এর গুরুত্ববপূর্ণ ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। দুই দলই তাদের শেষ ম্যাচে জয় পেয়েছে। জয়ের ধারা বজায় রাখতে মরিয়া দুই দল। তবে মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না রাজস্থান রয়্যালস অধিনায়র সঞ্জু স্যামসনের। টস জিতে রাতের খেলায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঋষভ পন্থ। ডিউ সমস্যার কথা ভেবেই এমন সিদ্ধান্ত। প্রথমে বোলারদের সুবিধা দিতে আর দ্বিতীয় ব্যাটিংয়ের সময় ডিউ সমস্যার সুবিধা যাতে ব্যাটসম্য়ানরা পায় সেই কারণেই এমন সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালস অধিনায়কের। টস হারলেও বড় স্কোর করে বিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য রাজস্থানের। আজকের ম্যাচে দুই দলেই কোনও পরিবর্তন হয়নি।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজকের ম্য়াচে রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন জস বাটলার ও দেবদূত পাড়িকল। বিধ্বংসী ফর্মে রয়েছেন বাটলার। মিডল অর্ডারে খেলতে দেখা যাবেসঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক), শিমরন হেটমায়ার ও করুণ নায়ারকে। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে রিয়ান পরাগকে। স্পিন অ্য়াটেকে দলকে ভরসা দেবেন দুই ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহল। দুরন্ত ফর্মে রয়েছেন দুজনই। পেস অ্য়াটাকে রয়েছেন ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা ও ওবেড ম্য়াককয়।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিং শুরুর করবেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। এছাড়া দলের মিডল অর্ডারে তিন নম্বরে আসতে পারেন দলের উইকেট রক্ষক ও অধিনায়ক ঋষভ পন্থ। তারপর রয়েছেন রভম্য়ান পাওয়েল, শরফরাজ খান ও ললিত যাদব। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরকে। প্রয়োজনে বল করছেন ললিত যাদবও। সঙ্গে রভম্য়ান পাওয়েলও থাকছে। দিল্লি দলের অলরাউন্ডার বিভাগ খুবই শক্তিশালী। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে প্রধান ভরসা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। অক্ষর প্য়াটলও রয়েছে স্পিন অ্য়াটাকে। পেসার হিসেবে রয়েছেন খালিল আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সঙ্গে রয়েছে শার্দুল ঠাকুর।
প্রসঙ্গত,এই মরসুমে দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালস। ৬টি ম্যাচে মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। দিল্লির বিরুদ্ধে ভালো রান রেটে জিততে পারলে লিগ শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে রজস্থানের কাছে। অপরদিকে ফর্ম ওঠা নামা করলেও গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কামব্যাক করেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। একতরফা ম্য়াচে হারিয়ে জয়ে ফিরছে দিল্লি । বর্তমানে ৬টি ম্যাচের মধ্যে তিনটিতে জিতে লিগ টেবিলের ষষ্ঠস্থানে রয়েথে রাজধানীর দল। আজ জিততে পারলে লিগ টেবিলের আরও উপরে ওঠার সুযোগ থাকছে দিল্লির কাছে। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায়