KKR vs GT- কেকেআর বনাম গুজরাট টাইটানস, কোন দল জিততে পারে ম্যাচ, কী বলছে প্রেডিকশন

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস (KKR vs GT)। লাগাতার তিন ম্য়াচ হেরে জয়ে ফিরতে মরিয়ে শ্রেয়স আইয়রের দল। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হার্দিক পান্ডিয়ার দলের।

শনিবার আইপিএলের দুটি ম্যাচের প্রথমটিতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটানস। একদিকে  দুরন্ত ফর্মে থাকা হার্দিক পান্ডিয়ার দল। প্রথম ৬টি ম্য়াচের মধ্যে ৫টিতেই জিতে বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। আজকের ম্য়াচে কেকেআরকে হারাতে পারলেই ফের এক নম্বরে পৌছে যাবে হার্দিক ব্রিগেড। অপরদিকে প্রতিযোগিতার ঘুড়ে দাঁড়ানোর লড়াই কলকাতা নাইট রাইডার্সের। প্রতিযোগিতার প্রথম ৪টি ম্য়াচে ৩টিতে জয় পেয়ে শুরুটা ভালো করেছিল নাইটরা। কিন্তু শেষ তিনটি ম্যাচ টানা হেরে অনেকটাই ব্য়াকফুটে শ্রেয়স আইয়রের দল। সেমি ফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ রাখতে হলে গুজরাটের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেকেআর। 

আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস-
এবার আইপিএলে এখনও পর্যন্ত যে দল সবথকে ভালো পারফর্ম করেছে তার নাম হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। খাতায় কবমে অন্য়ান্য দলের থেকে শক্তি কিছুটা কন হলেও মাঠে নেমে কামাল দেখিয়েছে হার্দিক অ্যান্ড কোং। শেষ ম্য়াচে সিএসকের বিরুদ্ধে দুরন্ত জয়ে পেয়েছিল গুজরাট। হার্দিক পাণ্ডিয়া না থাকলেও ব্য়াট হাতে অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিৎ করেছিলেন ডেভিড মিলার ও রাশিদ খান। তবে ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, বিজয় শংকরদের ব্য়াট হাতে রানের খরা কিছুচা চিন্তায় রখেছে গুজরাট টিম ম্যানেজমেন্টকে। তবে বল হাতে দলকে ভরসা দিচ্ছেন মহম্মদ শামি, লকি ফার্গুসন, আলজারি জোসেফ, রাশিদ খানরা। সব মিলিয়ে কেকেআরের বিরুদ্ধে  জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস।

Latest Videos

জয়ে ফিরতে মরিয়া কেকেআর-
হারের হ্য়াটট্রিকের পর এবার কেকেআরের ঘুড়ে দাঁড়ানোর সময়। কারণ এখন ছন্দে ফিরতে না পারলে নক আউটে যাওয়ার রাস্তা যে আরও কঠিন হবে তা ভালো করেই জানেন শ্রেয়স আইয়র ব্র্যান্ডন ম্যাকালামরা। শেষ ম্য়াচে রাজস্থানের বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছে নাইটদের। ব্য়াট হাতে অ্যারন ফিঞ্চ ও শ্রেয়স আইয়র গত ম্য়াচে রান পাওয়া কিছুটা স্বস্তি পেয়েছে টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচে রাসেল  রান পেলেও ছন্দে রয়েছেন তিনি। তবে নীতিশ রান, শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইরদের অফ ফর্ম দুশ্চিন্তার কারণ। বোলিং লাইনআপে গত ম্য়াচে নারিন ছাড়া কেউ নজর কাড়তে পারেনি। ফলে গুজরাটের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ছন্দে ফিরতে মরিয়া উমেশ যাদব, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তীরা। 

পিচ রিপোর্ট-
কলকাতা নাইট রাইডার্স  বনাম গুজরাট টাইটানস ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্যাটসম্যানদের পক্ষে ভালো। দুপুরের খেলা হওয়ায় শিশির সমস্যাও থাকবে না। ফলে টস জিতে প্রথমে ব্য়াটিং করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই সঠিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ম্য়াচ প্রেডিকশন-
কেকেআার বনাম গুজরাট টাইটানস দলে একাধিক ম্য়াচ উইনার রয়েছে। ধারভারে, খাতায় কলমে গুজরাটের থেকে শক্তিতে অনেকটাই এগিয়ে নাইটরা। কিন্তু সাম্প্রতিক ফর্মের নিরিখে আজকের ম্যাচে গুজরাট টাইটানসকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral