MI vs SRH- মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাজার্স হায়দরাবাদ, শক্তি-দুর্বলতা থেকে ম্য়াচ প্রেডিকশন, জানুন বিস্তারিত

আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাজার্স হায়দরাবাদ (MI vs SRH)। শেষ চারের আশা জিইয়ে রাখতে মরিয়া কেন উইলিয়ামসনের দলে। সম্মানরক্ষার ম্যাচ জিততে বদ্ধপরিকর রোহিত শর্মা ব্রিগেড। 

Sudip Paul | Published : May 17, 2022 6:15 AM IST / Updated: May 17 2022, 12:08 PM IST

আইপিএল ২০২২-এ মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স  ও সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএল অভিযান আগে শেষ হয় গিয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। প্রতিযোগিতার শেষ দুটি ম্যাচ সম্মান রক্ষার লড়াই রোহিত শর্মার দলের কাছে। বর্তমানে ১২টি ম্য়াচের মধ্যে ৩টি জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের একেবারে শেষে ১০ নম্বরে রয়েছে মুম্বই। অপরদিকে টানা ৫ ম্য়াচ হারের পর শেষ চারে ওঠার আশা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। শেষ দুটি ম্যাচ জিতলও কেন উইলিয়ামসনের দলকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। বর্তমানে ১২ ম্যাচে ৫টি জয় ১০ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের ৮ নম্বরে। আজ হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

জয় ফিরতে মরিয়া সানরাইজার্স-
মরসুমের প্রথম দুটি ম্যাচে হার। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে টানা ৫ ম্যাচে জয়। কিন্তু ফের ছন্দ পতন সানরাইজার্স হায়দরাবাদের। পরপর ৫টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে কেন উইলিয়ামসনের দলকে। সেই হার থেকেই শিক্ষা নিয়ে আজ মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স। ব্যাটিং লাইনআপে অভিষেক শর্মা, রাহুল  ত্রিপাঠী, আইডেন মার্করাম, নিকোলাস পুরানরা আজ আরও একবার নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে। অপরদিকে, কিছুটা ধারাবাহিকতার অভাব থাকলেও বোলিং লাইনআপে ভুবনেশ্বর কুমার,  উমরান মালিক, টি নটরাজন, মার্কো জেনসনরা দলকে ভরসা দিচ্ছেন। শেষ চারের ওঠার লড়াই থাকতে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স। 

লড়াই দিতে প্রস্তুত মুম্বই-
কেকেআরের বিরুদ্ধে লজ্জার হারের পর সিএসকের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেছে রোহিত শর্মার দল। শেষ দুটি সম্মান রক্ষার ম্য়াচ জিততে মরিয়া মুম্বই। পুরো মরসুম জুড়ে ধারাবাহিকতার অভাব থাকলেও শেষের দিকে ব্যাট হাতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ইশান কিশান, রোহিত শর্মারা। তিলক ভার্মার ফর্ম স্বস্তিতে রেখেছ দলকে। টিম ডেভিডও ছন্দে রয়েছে। বোলিং লাইনআপে ভালো পারফর্ম করছেন জসপ্রীত বুমরা, কুমার কার্তিকে ও ঋত্ত্বিক শকিন, ড্যানিয়েল সামস,রিলে মেরেডিথরা। সব মিলিয়ে সানরাইজার্সের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্স।

পিচ রিপোর্ট-
মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানকার পিচ ব্যাটিং সহায়ক। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে উইকেট থেকে। রাতের খেলা হওয়ায় শিশির সমস্য়ার বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সময় শিশিরের একটা  বড় ভূমিকা থাকবে। ফলে রান চেজ করা সময় উইকেট ব্যাটসম্য়ানদের আরও সহায়ক হয়ে উঠবে। সমস্যা হবে বোলারদের। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে।

ম্য়াচ প্রেডিকশন-
রোহিত শর্মা ও কেন উইলিয়ামসনের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলত ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে খুব একটা তফাৎ নেই দুই দলের। দুই দলের সাম্প্রতিক ফর্মও এক। তাই আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। রাতের খেলায় টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই আজকের ম্য়াচে যেই দল টস জিতবে তাদেরই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃবলি নায়িকারাও মানবে হার, আপনারা হবেন 'বোল্ড আউট', এমনই সুন্দরী এই ১২ জন মহিলা ক্রিকেটার

আরও পড়ুনঃসকলেই অবিশ্বাস্য সুন্দরী, চিনে নিন পঞ্জাব কিংস ক্রিকেটারদের বউ ও প্রেমিকাদের

আরও পড়ুনঃরূপ ও যৌবনের আগুনে উড়বে রাতের ঘুম, চিনে নিন 'হটেস্ট স্পোর্টস অ্যাঙ্কার'-কে

Read more Articles on
Share this article
click me!