IPL 2022 Playoffs- গুজরাট দলে একটি পরিবর্তন, রাজসথানের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হার্দিকের

আজ আইপিএল ২০২২-এর প্লে অফে (IPL 2022 Playoffs) মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটানস (RR vs GT)।  ম্যাচ জিতে ফাইনালে  উঠতে মরিয়া সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়ার দল। 

আইপিএল ২০২২-এর প্লে অফে আজ প্রথম প্লে অফের মহারণ। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি  লিগ টেবিলের এক ও দুই নম্বর দল গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালস। ক্রিকেটের নন্দন কাননে ৩ বছ পর আইপিএলের ম্যাচ। তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। মেগা ম্য়াচে টস ভাগ্য সাথ দিল হার্দিক পান্ডিয়া। টস জিতে রাতের খেলায় বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট অধিনায়ক। এবারের আইপিএলে প্রথম ম্য়াচ ইডেনে। তাই উইকেট সম্পর্কে খুব একটা ধারণা নেই। তাই প্রথমে বল করে প্রতিপক্ষকে কম রানে আটকে রেখে রান চেজের রণনীতি সাজাতেই এই সিদ্ধান্ত হার্দিকের। আজকের ম্য়াতে গুজরাট দলে একটি পরিবর্তন করেছে। লকি ফার্গুসনের জায়গায় খেলছেন আলজারি জোসেফ। অপরদিকে টস হারলেও প্রথমে ব্য়াট করে বড় স্কোর করে বিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য সঞ্জু স্য়ামসনের দলের। রাজস্থান রয়্যালস দলে কোনও পরিবর্তন হয়নি। 

 

Latest Videos

 

এবার আইপিএলে সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম হল রাজস্থান রয়্যালস।  গুজরাট টাইটানসের বিরুদ্ধে আজকের ম্য়াচে রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন জস বাটলার ও যশশ্বী জয়সওয়াল। মিডল অর্ডারে  সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক), দেবদূত পাড়িকল ও শিমরন হেটমায়ার। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে রিয়ান পরাগকে। স্পিন অ্য়াটাকে দলকে ভরসা দিচ্ছেন দুই ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহল। দুরন্ত ফর্মে রয়েছেন দুজনই। পেস অ্য়াটাকে খেলছেন কিউই ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা  ও  ক্যারেবিয়ান পেসার ওবেড ম্য়াককয়।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের প্রথম একাদশের ব্যাটিং লইনআপে ওপেনিংয়ে রয়েছেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক)।  দলের মিডল অর্ডারে খেলছেন ম্য়াথু ওয়েড  ও  ডেভিড মিলার। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে গুজরাট টাইটানসের।  এরপর থাকছেন  অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সাই কিশোর ও রাহুল তেওয়াটিয়া। ৩ জনেই জনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী।  দলের স্পিন অ্যাটাকে থাকছেন আফগান তারকা রাশিদ খান।  পেস অ্যাটাক ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি, যশ দয়াল ও ক্যারেবিয়ান পেসার আলজারি জোসেফ । 

 

 

প্রসঙ্গত, ১৪ ম্যাচে ১০টি জয় ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে প্লে অফে পৌছেছে গুজরাট টাইটানস। অপরদিকে, ১০ ম্যাচে ৯টি জয় ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় দল হিসেবে প্লে অফে পৌছেছে রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচ যেই দল জিতবে তাড়াতা়ড়ি সরাসরি ফাইনালে  পৌছে যাবে। মেগা ম্য়াচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসনের দল। লিগের খেলায় রাজস্থানকে হারিয়েছিল গুজরাট। তারই পুনরাবৃত্তি ঘটাতে ও ফাইনালের টিকিট পাকা করাই লক্ষ্য হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহাদের। অপরদিকে, প্রথম পর্বের হারের বদলা ও ২০০৮ সালের পর দ্বিতীয়বার আইপিএল ফাইনালে ওঠার লক্ষ্যে অবিচল সঞ্জু স্য়ামসন, জস বাটলার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহলদের। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখা অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের